তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আর কোনো নির্বাচন হবে না: কৃষিমন্ত্রী
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি নির্বাচন কমিশন নিয়ে আগের মতোই বলছে। তারা নির্বাচন করবে না, সুষ্ঠু নির্বাচন হবে না-সহ নানা রকম কটু মন্তব্য করছে। তারা একই কথা বারবার ঘুরিয়ে বলছে।'
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচিতি ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন- 'তাদের মূল কথাটি হচ্ছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। আমিও তাদের বলতে চাই, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আর কোনো নির্বাচন হবে না।’
তিনি বলেন, ‘পৃথিবীর কোনো দেশেই এমন (তত্ত্বাবধায়ক) সরকারের নেতৃত্বে নির্বাচন হয় না। যারা ক্ষমতায় থাকে তাদের নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হয়। কাজেই তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচন হবে না। জাপানে হয় না, ভারতে হয় না, নিউজিল্যান্ডে হয় না।’
কৃষিমন্ত্রী আরও বলেন, 'বিএনপি নির্বাচনে না এসে ২০১৪ সালে ভুল করেছিল। তারা সন্ত্রাসের পথে গিয়েছিল। জাতিকে দেশকে অস্বস্তিশীল করার জন্য তারা অনেক পদক্ষেপ নিয়েছিল। তারা গাড়ি পুড়িয়েছে, রেল লাইন তুলে দিয়েছে, বিদ্যুতের লাইন কেটেছে, স্কুল-কলেজে আগুন দিয়েছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।'
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, '২০১৫ সালে ৯০ দিন টানা হরতাল করেছে। ১৫০ জন মানুষকে আগুনে পুড়িয়েছে। এখনও অনেক মানুষ আগুনের পোড়া নিয়ে নানা রকম ভোগান্তি পোহাচ্ছে। জীবন যুদ্ধে তারা এখনও লড়াই করছেন।’
পরিচিত অনুষ্ঠানে প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
টিটি/