এতিম শিশুদের হাতে মাশরাফীর দেওয়া কম্বল
অসহায় এতিম শিশুদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। নিজ নির্বাচনী এলাকা নড়াইলের দুটি মাদরাসার শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া বিশেষ এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রায় দেড় শতাধিক কম্বল এতিম শিশুদের হাতে তুলে দেয় নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের নেতারা। বর্তমানে বিপিএল খেলা থাকায় খেলার মাঠে রয়েছেন সাবেক এই দলনেতা। তাই তার পক্ষ থেকে ছাত্রলীগের নেতারা এতিম শিশুদের হাতে কম্বল তুলে দেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং কবরস্থান সংলগ্ন তাসরীন সুলতানা হাফেজী নূরানী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এতিমখানার শিশুদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু কম্বলগুলো তুলে দেন।
এমপি মাশরাফীর উপহার পেয়ে মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মো. ইনামুল হাসান বলেন, আমাদের এতিম শিশুদের কথা এমপি সাহেব বরাবরের মতো এবারও মনে রেখেছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তার মঙ্গল করুন।
কম্বল পেয়ে মাদরাসা ছাত্র মো. সাদিকুর রহমান বলেন, কম্বল পেয়ে আমরা আজ অনেক খুশি। আমরা যারা এখানে থাকি শীতের রাতে আমাদের ঘুমাতে কষ্ট হতো। কম্বল পেয়েছি, আমরা এখন রাতে আরামে ঘুমাতে পারব।
এবিষয়ে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া জানান, সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসকল কম্বল শীতার্তদের মাঝে বিতরণের জন্য দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিকট হস্তান্তর করেছেন। তার অংশ হিসেবে আমরা সদর উপজেলা ছাত্রলীগ যে কম্বল পেয়েছি তা এতিম শিশুদের মাঝে আজ বিতরণ করা হয়েছে।
'এমপি মাশরাফী বিন মোর্ত্তজা তার নির্বাচনী এলাকার জনসাধারণের জন্য নিরলসভাবে কাজ করছেন। প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে সকল সাহায্য তিনি পৌঁছে দিচ্ছেন। এই জনপদের মানুষ এমন একজন মানুষকে তাদের সংসদ সদস্য হিসেবে পেয়ে সত্যি গর্বিত' বলে মন্তব্য করেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু। উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি ২০২২ বিকালে নড়াইল জেলা আওয়ামী লীগ অফিসে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিকট এইসকল কম্বল হস্তান্তর করা হয়।
এসএম/এএস