এবার জিপ চাপায় নিহত দুই শিক্ষার্থী
চট্টগ্রামের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর রেশ না কাটতেই ফের সড়কে ঝরল দুই তাজা প্রাণ। এবার যোগ হয়েছে দুই স্কুল শিক্ষার্থী। নিশু আক্তার (১৮) ও নিশা মণি (১৬) নামে ওই দুই শিক্ষার্থী স্থানীয় ফটিকছড়ির হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং পেলাগাড়ি দিঘীর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পণ্যবাহী জিপ গাড়ি ফটিকছড়ি হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া কয়েকজন ছাত্রীর ওপর গাড়িটি উল্টে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। আহত হন আরো একজন।
এদিকে এর প্রতিবাদে সড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশের একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় স্থানীয়রা। এ সময় তারা ভাঙচুর করে জিপটিকে। তবে পালিয়ে গেছে জিপের চালক ও হেল্পার।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার এসআই মো. আলমগীর বলেন, একটি ধান বোঝাই জিপ হাইওয়ে পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জিপটিকে ধাওয়া দিলে সেটি উল্টে রাস্তার পাশে থাকা কয়েকজন ছাত্রীর ওপর পড়ে। এতে দুইজনের মৃত্যু হয় এবং একজনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পলাতক রয়েছে ড্রাইভার ও হেল্পার।
ফটিকছড়ি স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, গুরুতর একজন চিকিৎসাধীন আছেন। অন্য দুইজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
টিএস/এসআইএইচ