সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন, নেতৃত্ব পেলেন যারা  

ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) টাঙ্গাইল জেলা শাখার ১০৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মনিরুজ্জামান মিয়াকে সভাপতি ও শামীমুর রহমান সাগরকে সাধারণ সম্পাদক করা হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে নবনির্বাচিত টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তরুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের স্বাক্ষরিত প্যাডে আগামী ১ বছরের জন্য এ আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি এডভোকেট সুজন মিয়া, আব্দুর রহিম রিপন, হাবীবুল মান্নান হাবীব, আনিসুল হক খান, মিজানুর রহমান মাস্টার, শামসুল হক সুজন, রুবেল খান, সোহেল রানা, নাসির হাসান, আলমগীর, মনির হোসেন, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, রফিকুল হাসান ভূঁইয়া, ইঞ্জি. মেহেরাব বকুল, জাহিদুল ইসলাম তরুন, সমেজ শেখ, এনামুল খান, শফিকুল ইসলাম, শামসুল হক চিশতী, আলমগীর, মিয়া মোহন, আবু রায়হান, আরিফ হোসেন, সারোয়ার হোসাইন বিপুল, জানি আলম জনি, বাবুল আহমেদ, আব্দুর রশিদ।

সাংগঠনিক সম্পাদক বাবুল ফকির, সহ সাংগঠনিক সম্পাদক রাজীব আহমেদ, মতিউর রহমান, এইচ এম সজীব, বাবুল মিয়া, সাইফুল ইসলাম, সোহেল রানা সরকার, কামরুল ইসলাম, শাহিনুর রহমান সিহান, সবুজ আহমেদ, সেলিম হোসেন, এসএম রাজ, রুবেল রানা, শফিকুল ইসলাম, ইমরান হোসেন, মোমিনুল ইসলাম, মেহেদী হাসান রাজু,

দপ্তর সম্পাদক ওরম ফারুক, সহ-দপ্তর সম্পাদক ইঞ্জি. কবীর হোসেন, সোহেল রানা, অর্থ সম্পাদক মাহবুব আলম লিটন, সহঅর্থ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ আলী, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম শিকদার, হাফিজুর রহমান, গণমাধ্যম ও সম্প্রচার সম্পাদক ইউসুফ হোসেন লেলিন, সহ-গণমাধ্যম ও সম্প্রচার সম্পাদক পলাশ, আবু হানিফ রাসেল, আইন সম্পাদক এডভোকেট আসাদুল ইসলাম, সহআইন সম্পাদক এডভোকেট ফারহানা সুলতানা, মানবাধিকার সম্পাদক শামীম হোসেন, সহমানবাধিকার সম্পাদক সুরুজ জামান, সোহেল রানা, শিক্ষা সম্পাদক আবু শামা, সহশিক্ষা সম্পাদক রফিকুল ইসলাম মাসুম, নূর মোহাম্মদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রুমা আক্তার, সহনারী ও শিশু বিষয়ক সম্পাদক আসমা আক্তার, সোহেলী শবনম শশী, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আখতার হোসেন, সহপরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক নাজমুল হক, এস এম শিহাব, মুক্তিযুদ্ধ ও জাতীয় ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহমুক্তিযুদ্ধ ও জাতীয় ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইঞ্জি. জিন্নাহ, মিনা আক্তার, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক এস বি বাবুল, সহদুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক নাঈম, হাফিজুর রহমান, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ, সহধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফরমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শফিকুল ইসলাম, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এনামুল তালুকদার খোকন, শিল্প বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহশিল্প বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবীব, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাল মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক কাউছার ভূঁইয়া, সহছাত্র বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ ইমরান, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম, সহযুব ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাহ আলম শিকদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নবী নুর, সহত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মাসুম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শুকুর আলী, সহপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য সাইফুল ইসলাম, আরমান আহমেদ, আরিফ হোসেন, রফিকুল ইসলাম, পারভেজ, জামিল খান জুয়েল, জাহিদুল ইসলাম, হাসান মিয়া, কিসমত খান, জহুরুল ইসলাম, আশরাফুল ইসলাম ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে উঠে আসা তারুণ্যের নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ। বিগত দিনে দেশ ও দেশের আপামর জনসাধারণের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করে জায়গা করে নিয়েছে।

তিনি বলেন, সেই জায়গাটা ধরে রাখতে এবং দেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাবে একই সঙ্গে মানুষের ভাত ও ভোটের অধিকার, জান ও জবানের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাবে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ। এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।

Header Ad
Header Ad

রংপুরের বদরগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর করে আ.লীগের ইফতার

ছবি : ঢাকাপ্রকাশ

রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিএনপির অফিস ভাঙচুর ও লুটপাট করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইফতার মাহফিল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৫ মার্চ) ইফতার শুরুর আগে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার কাঁচাবাড়ী বাজারে আওয়ামী লীগের ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণের সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় আওয়ামী লীগের সাবেক এমপি ডিউক চৌধুরী, পৌর মেয়র টুটুল চৌধুরী এবং ইউপি চেয়ারম্যান ডলু শাহের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। দলীয় কার্যালয়ের আসবাবপত্র, ছবি ও ব্যানার ভাঙচুর এবং লুটপাট করা হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন আওয়ামী লীগের কর্মী ও গ্রাম পুলিশ দফাদার জমশেদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

লোহনীপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিপুল বলেন, "দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে কাঁচাবাড়ি বাজারে অফিস স্থাপন করা হয়েছিল। কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে কার্যালয়টি ভেঙে দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।"

পৌর বিএনপির সদস্য সচিব কমল লোহানী বলেন, "বদরগঞ্জ থানার ইন্সপেক্টারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন বলে বিএনপির প্রতি সুনজর দিতে পারছেন না। জেলা নেতাদের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

বদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী জানান, "আওয়ামী লীগের সরকার পতনের পর দলকে সংগঠিত করতে আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছিল। কিন্তু সেই কার্যালয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে দলের ছবি, ব্যানার এবং আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। আমরা হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।"

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটককৃত দফাদার জমশেদ আলীকে চিকিৎসার জন্য বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।"

রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম বলেন, "ঘটনাটি শুনেছি। পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।"

Header Ad
Header Ad

গ্রামপুলিশের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, কসাইয়ের গোপনাঙ্গ কর্তন

হাসপাতালে চিকিৎসাধীন বাবলু। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে ধর্ষণচেষ্টা করায় বাবলু নামের এক কসাইয়ের গোপনাঙ্গ কর্তন করেছেন এক গ্রামপুলিশের স্ত্রী। শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের পাটোয়ারীরপুল গ্রামে এ ঘটনা ঘটে।

পরদিন রোববার দুপুরে ওই নারীর স্বামী থানায় মামলার প্রস্তুতি নেন। বর্তমানে কসাই বাবলু রায়পুর শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, তার স্বামী প্রতি রাতের মতো শনিবারও দায়িত্ব পালন করতে যান। এ সুযোগে লোকটি ঘরে ঢুকে তিন সন্তানের জননী এই নারীকে ধর্ষণের চেষ্টা করে। তখন তিনি তার কাছে থাকা ব্লেড দিয়ে ওই ব্যক্তির গোপনাঙ্গের কিছু অংশ কেটে দেন। এতে বাবলু আহত হয়ে পালিয়ে যায়।

ধর্ষণচেষ্টার শিকার ওই গৃহবধু জানান, তারা পাশাপাশি বাড়িতে থাকেন। বাবলু অনেক দিন ধরে তাকে ‘কুপ্রস্তাব’ দিচ্ছিলেন। বিষয়টি তিনি তার স্বামী ও স্বজনকে জানালে কেউ তার কথা বিশ্বাস করেনি। এ কারণে তিনি আত্মরক্ষার জন্য নিজের কাছে সবসময় একটি ব্লেড রাখতেন। সেই ব্লেড দিয়েই ওই ব্যক্তির গোপনাঙ্গ আংশিক কেটেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালে চিকিৎসাধীন বাবলু বলেন, ‘আমি শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম। পথে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে গ্রামপুলিশ আরিফসহ কয়েকজন আমাকে টেনেহিঁচড়ে ঘরের ভেতরে নিয়ে আমার গোপনাঙ্গ কর্তন করে। পরে আমি ঘর থেকে বেরিয়ে পরিচিত ছোট ভাইকে ফোন দিলে সে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আওয়ামী লীগের আমলে গ্রামপুলিশ আরিফের সাথে আমার ঝামেলা হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

রায়পুর সরকারি হাসপাতালের চিকিৎসক বাহারুল আলম বলেন, ‘আহত বাবলুর গোপনাঙ্গের ২০ শতাংশ কাটা গেছে। তিনি এখন শঙ্কামুক্ত।’

এ বিষয়ে রায়পুর সার্কেলের সহকারী পুলিশ জামিলুল হক জানান, এ বিষয়ে ভুক্তভোগী থানা অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলবে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে একযোগে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন। প্রথমে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। পরে পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

ডি এম আলাউদ্দিন জানান, তাদের পদত্যাগের মূল কারণ হলো ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দেওয়ার জন্য নিজেদের অপরাধী মনে করা। তিনি বলেন, “জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। সেই বিবেকের তাড়নায় আমরা মনে করি আমরা অপরাধী। তাই জাতির কাছে ক্ষমা চেয়ে আমরা দল থেকে পদত্যাগ করছি।”

তিনি আরও জানান, উপজেলায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৯০ শতাংশ নেতাকর্মী পদত্যাগ করেছেন। ভবিষ্যতে নতুন কোনো দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে সবাই একসঙ্গে দেশের স্বার্থে কাজ করবেন বলে তিনি উল্লেখ করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রংপুরের বদরগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর করে আ.লীগের ইফতার
গ্রামপুলিশের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, কসাইয়ের গোপনাঙ্গ কর্তন
জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭ নেতা বহিষ্কার
জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
নওগাঁ সীমান্তে যুবক নিহত, বিএসএফের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
করোনা টিকার ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ, সালমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
১০০ বছরেও যে দেশে জন্ম হয়নি কোনো শিশুর!
আমরা যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: প্রধান উপদেষ্টা
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী
অধ্যাপক কামরুল ১৮০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক ছুঁলেন
সাবেক মন্ত্রী তাজুলের পরিত্যক্ত বাড়িতে তরুণীকে গণধর্ষণ: গ্রেপ্তার ৫ জন আদালতে
চাকরি থেকে ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান বরখাস্ত
দাবি পূরণের আশ্বাস, ধর্মঘট প্রত্যাহার করল রেলওয়ের রানিং স্টাফরা
বহু জেল খেটেছি আর খাটতে চাই না: মির্জা আব্বাস
ডিভোর্স হয়নি, আমরা এখনো স্বামী–স্ত্রী: সায়রা বানু
সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম উদ্দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নফাঁসের অভিযোগ, তদন্তে শিক্ষার্থীদের পাঁচ দাবি
হামজা এখন বাংলাদেশে  
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামো প্রত্যাখ্যান করে তিতুমীর শিক্ষার্থীদের হুঁশিয়ারি