শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে শিক্ষার্থী আটক
পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে ভর্তি কমিটি। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটে সিলেটের শাহজালালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)।
আটক শিক্ষার্থীর নাম ইকবাল হোসেন সাঈদ। তিনি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে রাশেদ নামক শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিয়ে ২০২০-২০২১ সেশনে ‘বি’ ইউনিটে সাক্ষাৎকার দিতে এলে ভর্তি কমিটির কাছে বিষয়টি ধরা পড়ে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, ২ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে রাশেদ নামে একজন সাঈদের হয়ে প্রক্সি দিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেন। গুচ্ছ ভর্তি পরীক্ষায় তার রেজিস্ট্রেশন নম্বর ছিল ৩৫১৭৬৩।
পরবর্তীতে প্রক্সি পরীক্ষার ফলাফলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে যান ইকবাল হোসেন সাঈদ। শাবিপ্রবিতে মানবিক বিভাগে তার মেধাক্রম ছিল ৭৫৮।
মঙ্গলবার ‘বি’ ইউনিটের ভর্তির সাক্ষাৎকার দিতে এলে সন্দেহ থেকে সাঈদকে আটক করে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত এ শিক্ষার্থী কক্সবাজার চকোরিয়ার সবুজবাগ গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি ঢাকাপ্রকাশকে নিশ্চিত করে ভর্তি কমিটি সদস্য সচিব চৌধুরী আবদুল্লাহ আল হোসাইনি জানান, দুপুর ১টায় ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার দিতে আসে ইকবাল হোসেন সাঈদ। ভর্তি প্রক্রিয়ার এক পর্যায়ে ইকবাল হোসেন সাঈদের স্বাক্ষরের সঙ্গে উত্তরপত্রের স্বাক্ষরের কোনো মিল না পাওয়ায় তাকে প্রথমে সন্দেহ করা হয়। এরপর তার হাতের লেখার সঙ্গে উত্তরপত্রের লেখারও কোনো মিল পায়নি ভর্তি কমিটি।
চট্টগ্রাাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটির ইউসুফ চৌধুরী ভবনের দ্বিতীয় তলার ১ নম্বর রুমে তার আসন পড়লেও তা বলতে পারেনি ইকবাল। পরে উত্তরপত্রে দাগানো নির্দিষ্ট বিষয়গুলোতে প্রাপ্ত নম্বরও বলতে পারেনি সে। দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর জালিয়াতির কথা স্বীকার করে এবং ভর্তি পরীক্ষা দেয়নি বলে জানায় সে। পরে তাকে প্রক্টরিয়াল বডির কাছে সোর্পদ করা হয়।
ডিডি/এমএসপি