বুধবার, ১ জানুয়ারি ২০২৫ | ১৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ২ লাখ টাকায় কমলা কিনে প্রশংসায় ভাসছে এক প্রবাসী  

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়। ছবি: সংগৃহীত

 

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়েছে। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করে কর্তৃপক্ষ। সেখানে নিলামে এ কমলাটি বিক্রি করা হয়।

জানা যায়, শনিবার উপজেলার পৌর এলাকার গোঘারকুল ইসলামীয়া মতিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। মাদ্রাসা মাঠে এই মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানীকে (র.) খাওয়ার জন্য কমলা দান করেন। এসময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। তখন ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি ক্রয় করেন। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রশংসায় ভাসছে বিষয়টি। প্রশংসা করে অনেকেই নিজেই আইডিতে পোস্ট করেন।

স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু শনিবার রাতে গণমাধ্যমকে জানান, একটি কমলা মাদ্রাসায় নিলামে দুই লাখ টাকা বিক্রি করা হয়েছে। এটি ক্রয় করেছেন প্রবাসী এক মাওলানা।

Header Ad
Header Ad

আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ  

ছবি: সংগৃহীত

২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২৫) শুরু হচ্ছে আজ বুধবার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করবেন। এ নিয়ে চতুর্থবারের মতো পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ মেলার যৌথ আয়োজক। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি ৭ দেশের ১১ প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রতি বছরের মতো এ বছরও বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করছে।

বাণিজ্য উপদেষ্টার উপস্থিতিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাত্রী পরিবহণে বিশেষ ছাড় দিতে রফতানি উন্নয়ন ব্যুরো ও অ্যাপভিত্তিক সেবা দানকারী প্রতিষ্ঠান উবারের মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়। পরে বাণিজ্য উপদেষ্টা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশের ই-টিকেটিং অ্যাপের উদ্বোধন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো ই-টিকেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস।

মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে ‘জুলাই চত্বর’ ও ‘ছত্রিশ চত্বর’। এছাড়া দেশের তরুণ সমাজকে রফতানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন।

মেলায় সম্ভাবনাময় সেক্টর ও পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্ক।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চতুর্থবারের মতো বাণিজ্য মেলা পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মেলার লে-আউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল, রেস্টুরেন্ট দেশীয় উৎপাদক-রফতানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে শতভাগ স্বচ্ছতায় বরাদ্দ প্রদান করা হয়েছে।

মেলায় দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহ সামগ্রী, চামড়া ও আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল, টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় হবে।

বাংলাদেশ ব্যতীত সাতটি দেশের মোট ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া।

এক্সিবিশন সেন্টারের দক্ষিণ-পূর্ব পার্শ্বে জুলাই চত্বর, দক্ষিণ-পশ্চিম পার্শ্বে কালচারাল সেন্টার, টেকনোলজি কর্নার, রিক্রিয়েশন কর্নার এবং সেন্টারের উত্তর-পূর্ব (৬ একর) পার্শ্বে শিশু পার্ক ও উত্তর-পশ্চিম পার্শ্বে ছত্রিশ চত্বর ও নামাজ ঘর স্থাপন করা হয়েছে।

মেলার সার্বিক নিরাপত্তা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে মেলা প্রাঙ্গণে পর্যাপ্তসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাব, গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। প্রাঙ্গণের বাইরে ও নিয়মিত টহল দল থাকবে। নিরাপত্তা অগ্রাধিকার বিবেচনায় মেলা প্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশ গেইট, পার্কিং এরিয়া এবং সংশ্লিষ্ট সকল এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি স্থাপন করা হয়েছে।

এবারের মেলায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি অধিকতর গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। এক্সিবিশন হলে পুরুষ ও মহিলাদের জন্য পর্যাপ্ত সংখ্যক আলাদা টয়লেটের পাশাপাশি এক্সিবিশন হলের বাইরেও পর্যাপ্ত সংখ্যক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

মেলায় খাদ্য দ্রব্যের মান নিয়ন্ত্রণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গঠিত টিম মেলা চলাকালীন প্রতিদিন ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করবে।

মেলায় আগত দর্শনার্থীদের জন্য সার্বক্ষণিক চিকিৎসক ও পেশেন্ট কেয়ার এটেনডেন্ট উপস্থিত থেকে ফ্রি প্রাথমিক চিকিৎসা ও চিকিৎসা পরামর্শ প্রদান করবে। এছাড়াও পর্যাপ্ত কার পার্কিংয়ের সুবিধা থাকবে। পাঁচ শতাধিক গাড়ি পার্কিং সুবিধা সংবলিত দ্বিতল কার পার্কিং বিল্ডিং ছাড়াও এক্সিবিশন হলের বাইরে ছয় একর জমিতে পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে।

মেলার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য মেলায় স্থাপন করা হয়েছে একটি কন্ট্রোল রুম ও দর্শনার্থীদের সকল প্রকার তথ্য প্রদানের জন্য একটি তথ্য কেন্দ্র। ব্যাংকিং সার্ভিসের জন্য থাকবে পর্যাপ্ত সংখ্যক ব্যাংক বুথ। মা ও শিশুদের জন্য থাকবে মা ও শিশু কেন্দ্র। দর্শনার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক ও শোভন চেয়ার, বেঞ্চ, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে।

মাসব্যাপী এ বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত চলবে (সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত)।

Header Ad
Header Ad

সংস্কারপন্থী নেতাদের সাথে বিএনপির ত্যাগী নেতাদের  বিভেদ

ছবি: সংগৃহীত

প্রায় ১৬ বছরেরও বেশি সময় ধরে বিএনপির মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন ছিলেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত নেতারা। ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে তাদের যোগাযোগও ছিল সীমিত। তবে গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেখা গেছে, সেই সংস্কারপন্থী নেতারাই এখন মিছিলের সামনের সারিতে। বিপরীতে, যারা গত ১৬ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে জেল-জুলুম সহ্য করেছেন, সেই ত্যাগী নেতারাই আজ পিছনের সারিতে।

২০০৭ সালে জরুরি অবস্থার সময় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভেতরে বড় ধরনের রাজনৈতিক সংকট দেখা দেয়। সে সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ থেকে সরানোর চেষ্টায় মেতে ওঠে একদল নেতা। তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে একটি দল সংস্কারের দাবিতে একজোট হয়। তাদের সমর্থনে কিছু সাবেক সংসদ সদস্যও যোগ দেন এবং প্রকাশ্যে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দেন।

সে সময় মূল পরিকল্পনা ছিল বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করা। দীর্ঘ এই সময়ের ব্যবধানে সংস্কারপন্থী নেতাদের অনেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও এখন তারা পুনরায় সক্রিয় হয়ে বিএনপির নেতৃত্বে ভূমিকা রাখতে চাইছেন, যা দলের ভেতরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে এইসব সংস্কারপন্থীদের ছিল না কোনো খোঁজ। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের দুঃসময়ে সংস্কারপন্থীদের অনেককে ডেকেও নমিনেশন দেওয়া যায়নি। রাজনীতি করবে না বলে ঘোষণা দিয়েছিলেন অনেক সংস্কারপন্থী নেতা।

এদিকে গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলন সংগ্রাম জেলখাটা ত্যাগী নেতাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সংস্কারপন্থী নেতাদের। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির ত্যাগী এক নেতা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের দোসর খ্যাত এইসব সংস্কারপন্থী নেতাদের নেতৃত্বেই ৫ আগস্টের পরে দেশের যত বিভিন্ন স্থানে চাঁদাবাজি দখলদারি ও আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন ও দলে ভেড়ানোর অভিযোগ আছে। এর অন্যতম কারণ হলো দল থেকে বিচ্ছিন্ন এইসব সংস্কারপন্থী নেতা তাদের নিজেদের দল ভারী করতে আওয়ামী লীগকে কাছে নিয়েছেন।

তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, কোনো নেতা বা কর্মী যদি চাঁদাবাজি দখলদারির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় সাথে সাথেই সেইসব নেতা কর্মীকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে।

সংস্কারপন্থী কয়েকজন সাবেক এমপি নিজ এলাকায় প্রচার করে বেড়াচ্ছেন যে, সকালে তারেক জিয়ার সাথে ১০ মিনিট কথা হয়েছে, বিকালে ৮ মিনিট কথা হয়েছে, মনোনয়ন নিশ্চিত। এ ঘটনার সত্যতা জানতে বিএনপির দপ্তরের একজনের সঙ্গে কথা বললে তিনি জানান- আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার বিএনপির সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে গুলশান অফিস ও পার্টি অফিসের স্কাইপে কথা বলেন। নির্ধারিত ব্যক্তি এগুলো মনিটর করেন। আমার জানামতে মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যদেরও খুব বেশি জরুরি ছাড়া কল দেন না।

এসব বিষয় নিয়ে বিএনপির কেন্দ্রীয় অনেক নেতার সাথে কথা বলে জানা গেছে, বিএনপি এবার আর ভুল করবে না। সংস্কারপন্থীদের কারণে দলের ভিতর কোনো বিভেদ হোক দল সেটা চায় না। দীর্ঘদিন যারা দলকে সার্ভিস দিয়েছেন তাদের মূল্যায়ন করবে বিএনপি। মনোনয়ন দিবে ওইসব ত্যাগীদের। তারেক রহমানের নেতৃত্বে সুস্থ ধারার রাজনীতি করবে বিএনপি।

Header Ad
Header Ad

মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

‘মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ-২০২৫) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না। শ্রমিক হলো বিপথে চলে যাওয়া। এটা মানুষের পথ না, মানুষের পথ হলো সৃষ্টি করা। নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটাই তফাত।

তিনি বলেন, বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এ সুযোগ কাজে লাগাতে হবে।

এসময় উদ্যোক্তা তৈরির লক্ষে সারাদেশের উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, এর জন্য সরকার প্রয়োজনে অর্থ দেবে।

প্রধান উপদেষ্টা বলেন, নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রফতানিকে আরও সমৃদ্ধ করতে হবে। এজন্য ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতেও নজর দিতে হবে।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা যায়, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ মেলায় থাকছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা।

প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস।

মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে এ বছর। বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্কও।

এছাড়া মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। সঙ্গে দেশের তরুণ সমাজকে রফতানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন।

মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ  
সংস্কারপন্থী নেতাদের সাথে বিএনপির ত্যাগী নেতাদের  বিভেদ
মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না: প্রধান উপদেষ্টা
সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার
আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে ২ শিশু দগ্ধ
নববর্ষের বার্তায় চীনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি
যৌন হেনস্তার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন হলিউড অভিনেত্রী
১ বলে ১৫ রান, ওশান থমাসের অদ্ভুত ওভার
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আজ জুলাই বিপ্লবে আহতদের হাতে স্বাস্থ্যকার্ড তুলে দেবেন প্রধান উপদেষ্টা
নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
জ্বলন্ত ফানুস পড়ে মিরপুর ও ধানমন্ডিতে আগুন
শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৫, রাজধানীতে আতশবাজি-পটকায় উদযাপন
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল, থাকছে দিনব্যাপি কর্মসূচি
যাত্রা শুরু করল নতুন টেলিভিশন চ্যানেল ‘বিটিভি নিউজ’
থার্টিফার্স্ট নাইটের আয়োজন নেই, তবুও কক্সবাজার সৈকতে মানুষের ঢল
হত্যার বিচার না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি শহীদ পরিবারের
ডাকসু ভবনে ‘জুলাই আন্দোলন স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত
চুয়াডাঙ্গায় প্রকাশ্যে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
আগামী বছর থেকে বর্ষবরণের স্থান নির্দিষ্ট করে দেওয়া হবে: ডিএমপি কমিশনার