সাতকানিয়ায় নির্বাচনী সংঘর্ষে ২ জনের মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক নির্বাচনী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- আবদুস শুক্কুর (৩৫) ও তাসিফ (১২)।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাজালিয়া ইউনিয়ন ও নলুয়া ইউনিয়নে এ দুইজন নিহত হন।
স্থানীয়রা জানায়, বাজালিয়া ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্তের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আনারস প্রতীকের প্রার্থী মো. শহিদুল্লাহ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। একপর্যায়ে আবদুস শুক্কুর গুলিবিদ্ধ হন। এ সময় তাকে স্থানীয় কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্কুর নামে একজন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন কেরানীহাট মা ও শিশু হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রাকিব উদ্দিন। তিনি বলেন, সকাল ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর শুনেছি। এসময় শুক্কুর নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে গুলির চিহ্ন আছে।
সোমবার দুপুর ১২টার দিকে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বোর্ড অফিস কেন্দ্রের বাইরে নিহত হয় শিশু তাসিফ (১২)। তার বাবার নাম জসিম উদ্দিন। সে মরফলা আর এন এম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার তাসিফের নিহত হওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, দুই পক্ষের সংঘর্ষে মারা গেছে বলে শুনেছি।
তাসিবের চাচা মিজানুর রহমান বলেন, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর অনুসারীরা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক পর্যায়ে একপক্ষ তাসিফকে কুপিয়ে জখম করে। পরে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাসিফের চাচা মিজানুর রহমান ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী।
এসটি/এসএন