বঙ্গোপসাগরে ট্রলার ডুবি
তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান
পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিমজ্জিত ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ চলছে। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) তৃতীয় দিনের মতো চলছে এই অভিযান।
বনবিভাগের দুবলা শুঁটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় ও দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দীন আহমেদ জানান, শুক্রবার রাতে আকস্মিক ঝড়ে বঙ্গোপসাগরে নিমজ্জিত হয়ে নিখোঁজ ট্রলার ও জেলেদের সন্ধানে সোমবারও অভিযান চালানো হচ্ছে। দুবলা ফিসারম্যান গ্রুপের ১৫টি ট্রলারসহ বনবিভাগ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর আরও ৭ থেকে ৮টি নৌযান দিয়ে এ অভিযান চালানো হচ্ছে।
শুক্রবারের এ ঘটনার পরদিন শনিবার দিনভর অভিযানে নিমজ্জিত ১২টি ট্রলার ও দুই জেলের লাশ উদ্ধার হয়। কিন্তু রবিবারের অভিযানে কোনো কিছুই উদ্ধার হয়নি। এদিকে অভিযান অব্যাহত থাকলেও সোমবার দুপুর পর্যন্ত কোনো ট্রলার ও জেলে উদ্ধার হয়নি। তবে এখনও ৭টি ট্রলার ও ১২ জন জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন বনবিভাগ ও ফিসারম্যান গ্রুপের নেতৃবৃন্দ।
টিটি/