পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগডে আবারও জেঁকে বসেছে শীত। টানা দুই দিনের বৃষ্টিতে জেলায় আবারও কমেছে তাপমাত্রা। চলছে মাঝারি শৈত্যপ্রবাহ।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে টানা দু’দিনের বৃষ্টির পর হঠাৎ করেই শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন জেলার মানুষেরা।
এদিন সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকে পথঘাট। দিনের বেলাতেও মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে বেলা নয়টার পর রোদের দেখা মিললেও বাতাসের কারণে তেমন রোদের উত্তাপ ছড়াতে পারেনি।
সদর উপজেলার মাগুরা ইউনিয়নের লক্ষনমারী এলাকার ভ্যানচালক আজিজুল ইসলাম বলেন, ‘দুইদিন ধরে বৃষ্টির পর আজ সকাল থেকে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। দুই দিন ধরে বাড়িতে বসে আছি। কোন আয় করতে পারিনি। আজকেও খুবই ঠাণ্ডা জীবিকার তাগিদে তো বের হতেই হবে।
তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রাসেল শাহ জানান, আকাশে মেঘের পরিমাণ কমে যাওয়ায় শীতের তীব্রতা অনেকটা বেড়েছে। জেলায় আরও কয়েকদিন এধরনের তাপমাত্রা বয়ে যেতে পারে।
এমএমএ/