বঙ্গোপসাগরে ১৫ ট্রলার ডুবে ২৫ জেলে নিখোঁজ
ফাইল ছবি
বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার কবলে পড়ে ১৫টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ২৫ জেলে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৩০ জেলে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন জেলে ও ট্রলার মালিকরা। নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে এফবি মায়ের দোয়া, এফবি আনিছ ও এফবি ইলিয়াসের নাম পাওয়া গেছে।
এফবি হাওলাদার ট্রলারের মাঝি এমাদুল হকের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলার উদ্ধার অভিযান চালাচ্ছে।
তিনি আরও জানান, শনিবার সকাল ১১টা পর্যন্ত ৩০ জেলেকে উদ্ধার করতে পারলেও ২৫ জন এখনো নিখোঁজ রয়েছেন। তবে ট্রলার ডুবি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।
এ বিষয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান জানিয়েছেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্টগার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে।
এমঅ/এসএন