রাজিবপুরে আন্দোলনকারীদের ভয়ে সাবেক ছাত্রলীগ নেতার এলাকা ত্যাগ, আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজিবপুরের আন্দোলনকারী শিক্ষার্থীরা ও রাজিবপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি : ঢাকাপ্রকাশ
দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ পর্যায়ে রূপ নিয়েছে এক দফা দাবিতে। প্রথমে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও এখন সবশেষ ঠেকেছে সরকার পতনের এক দফা দাবিতে। সারাদেশে শিক্ষার্থীদের আজকের আন্দোলন ছিল এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন।
এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সাধারণ শিক্ষার্থীরা আজ রোববার (৪ আগস্ট) বিকেল ৩টায় রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি একপর্যায়ে বটতলা সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক এর বাসার দিকে যায়। এবং তার বাসা ঘেরাও করার কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানা গেছে, দুপুর ১টার দিকে এক দফা দাবিতে শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কয়েকজন রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থান নেন এসময় সাবেক ওই ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসে তাদের স্কুল মাঠ থেকে ধাওয়া করে ছত্রভঙ্গ করেন। এমন ক্ষোভ থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা সাবেক ওই ছাত্রলীগ নেতার বাড়ি ঘেরাও করেন। তবে আগে থেকেই সংবাদ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান সাবেক ওই ছাত্রলীগ নেতা।
এ বিষয়ে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পরে আন্দোলনরত শিক্ষার্থীরা রৌমারী-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। এবং সেখানেই তারা তাদের কর্মসূচি সমাপ্তি করেন। পরে আবারও রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে তারা আগামীকালের কেন্দ্রীয় সমন্বয়কদের ঘোষণা অনুযায়ী কর্মসূচি ঘোষণা করেন।
এছাড়াও রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীদের আন্দোলন করার খবর পাওয়া যায়।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে আওয়ামিলীগ কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে রাজিবপুর উপজেলা আওয়ামিলীগ। সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামিলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজিবপুর বাজার প্রদক্ষিণ করে থানা মোড় এলাকায় তারা অবস্থান নেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা আওয়ামিলীগ সভাপতি আব্দুল হাই সরকার, সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন হিরো, সহ-সভাপতি সিরাজ-উদ দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জিহাদি প্রমুখ।
এছাড়াও উপজেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল, সাধারণ সম্পাদক বায়েজিদ ইসলাম বিজয়, সাবেক ছাত্রলীগ সভাপতি সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।