সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

৮০ শতাংশ গ্যাস সিলেটের, তবুও বঞ্চিত সিলেটবাসী

দেশের সব গ্যাসক্ষেত্র মিলে দৈনিক গ্যাস উত্তোলন হয় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। যার ২ হাজার মিলিয়ন ঘনফুটই উত্তোলন হয় সিলেট বিভাগের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে। তবে মাত্র ৩৬২ মিলিয়ন ঘনফুট ব্যবহার করেন সিলেটবাসী। উত্তোলনের হিসাবে দেশের প্রায় ৮০ শতাংশ গ্যাসই সিলেটের। অথচ গ্যাস পাচ্ছেন না সিলেটের মানুষ। সেই সঙ্গে নিয়মের দোহাই দিয়ে আটকে রাখা হয়েছে ছয় থেকে সাত হাজার পুনঃসংযোগ। বাণিজ্যিক খাতে সংযোগের অভাবে সিলিন্ডার গ্যাসের ব্যবহারে ঝুঁকিতে আছেন ৩০ সহস্রাধিক ক্ষুদ্র ব্যবসায়ী।

সিলেটের গ্যাস বিতরণ কেন্দ্র জালালাবাদ গ্যাসের ঠিকাদারদের সঙ্গে আলাপ করে জানা যায়, ২০১৫ সালের ২ নভেম্বর মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আবাসিক ও বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাস সংযোগ বন্ধ করে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। আর ২০১৬ সালের ২০ জুন বন্ধ হয় বর্ধিত সংযোগ। এর পর থেকে আবাসিক গ্যাস সংযোগ চালু করার দাবিতে আন্দোলন করেও মিলেনি সুফল।

ফিরিয়ে দেওয়া হয় ২০ হাজার গ্রাহকের সংযোগ ফি

জালালাবাদ গ্যাসের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্তের আগে সিলেটের অসংখ্য মানুষ নতুন সংযোগের জন্য আবেদন জমা দেন। ২০১৮ সালের শুরুর দিকে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ঠিকাদারদের কাছ থেকে এর একটি তালিকাও সংগ্রহ করে। সিলেট বিভাগের সব জেলা মিলে যার সংখ্যা দাঁড়ায় প্রায় ৩০ হাজার। এর মাঝে ২০ হাজার আবেদনকারীই গ্যাস সংযোগ পেতে নির্ধারিত পরিমাণ টাকাও জমা দিয়েছিলেন। পরে এসব গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়া হয়। এ ছাড়াও দীর্ঘ দিনে গ্যাস ব্যবহারকারী গ্রাহকদের মাঝে বর্ধিত সংযোগের জন্য আবেদন করেছেন অন্তত দুই হাজার গ্রাহক। কিন্তু আগের নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে এসব সংযোগও। অথচ ২০১৬ সালে গ্যাস সরবরাহ করতে সিলেটের দক্ষিণ সুরমা থেকে বালাগঞ্জ পর্যন্ত প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে একটি গ্যাস লাইন টানা হয়, পরে ওই লাইনে গ্যাসও সরবরাহ করা হয়। তবে দেওয়া হয়নি কোনো সংযোগ।

গৃহস্থালিতে গ্যাস সংযোগ সচল করার দাবিতে সিলেটে গঠিত কমিটির সদস্য এমাদ উল্লাহ শহীদুল ইসলাম বলেন, নিয়ম হচ্ছে যেসব এলাকায় গ্যাস উত্তোলন হয়, সেসব এলাকাকে অগ্রাধিকার দেওয়া। কিন্তু সিলেটের ক্ষেত্রে এটা হচ্ছে না। তাই আমরা শুরু থেকেই আন্দোলন করছি যাতে অন্তত আবাসিক গ্যাস সংযোগ সচল করা হয়। আমরা মনে করি আমাদের সিলেটে গ্যাস সংযোগ সচল রাখা উচিৎ। কারণ সিলেট থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডেও যাচ্ছে।

বিপাকে প্রবাসীরা

করোনাকালীন বকেয়া বিলের জন্য চাপ না দিতে সরকার থেকে নির্দেশনা থাওলেও সে সময়ই অহরহ সংযোগ বিচ্ছিন্ন করে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। সংযোগ বিচ্ছিন্ন করার পর লকডাউনের কারণে দেশে না আসতে পারায় প্রায় ৬ হাজার প্রবাসী নির্ধারিত এক বছরের ভেতর করতে পারেননি পুনঃসংযোগ আবেদন। তাতে এসব প্রবাসীরা সবাই নতুন সংযোগের আওতায় বিবেচিত হয়েছেন। তাই চেষ্টা করেও পাচ্ছেন না সংযোগ।

জালালাবাদ গ্যাস ঠিকাদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরমদ্যুতি দাস বলেন, ‘সিলেট বিভাগের মানুষ বেশিরভাগ প্রবাসী। যার অনেকেই পরিবার নিয়ে থাকার কারণে বিল বকেয়া হয় এবং এক বছরের ভেতর আবেদন করতে পারেন না। তাই পরে এরা নতুন সংযোগের আওতায় পড়েন। এমনকি করোনাকালীন অনেকে চাইলেও দেশে আসতে পারেননি। কিন্তু নিয়মের দোহাই দিয়ে এসব গ্রাহকের আর গ্যাস সংযোগ দেওয়া হয় না।’

ঝুঁকিতে ৩০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী

সিলেট চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত সভাপতি তাহমিন আহমদ বলেন, হিসাব অনুযায়ী সিলেট বিভাগে অন্তত ৩০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা গ্যাসের জন্য ভোগান্তিতে আছেন। তারা সবাই এখন সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন। এসব সিলিন্ডার ব্যবহারে অনেক ঝুঁকি থাকে। প্রায় সময় বিস্ফোরণ হয়। এতে হতাহতের শংকা থাকে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘সিলেটের যেসব জায়গা থেকেই গ্যাস উত্তোলন হয়, সেসব এলাকার মানুষের কোনো না কোনো রকম ত্যাগ আছে। কিন্তু তারা যদি গ্যাস জ্বালাতে না পারে তাহলে ত্যাগের মূল্য কী পেলেন? তাই আমাদের দাবি হলো সিলেট থেকে উত্তোলিত গ্যাসে আগে সিলেটবাসীর চাহিদা মেটানো হোক।’

এ ব্যাপারে করণীয় জানতে চাইলে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শুয়াইব আহমদ মতিন বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে আমাদের কিছু করার নেই। তবে যারা সংযোগের জন্য টাকা জমা দিয়েছিলেন তারা টাকা ফিরিয়ে নিয়েছেন।

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) মহাব্যবস্থাপক (উৎপাদন ও বিপণন) আনোয়ারুল ইসলাম বলেন, ‘কোম্পানি (বিপণন প্রতিষ্ঠান) বোর্ড নিজস্ব ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে।’

এসইউ/এসএন

Header Ad

মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার

ডিএমপির নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

রাজধানীর কোনো থানায় মামলা না নিলে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক মিনিটেই বরখাস্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়রি দেন।

বৈঠকে একজন রিকশাচালক দাবি করে বলেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার ও এর আগে একদিন মারধর করা হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে বরখাস্ত করা হবে।

চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরীবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরীবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা।

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

এর আগে বেলা ১১টার দিকে দুটি রিকশাচালকদের সংগঠন ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে রিকশাচালকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তারা দাবি করেন, পেটের দায়ে অটোরিকশা মূল সড়কে উঠতে হয়। কিছু এলাকার গলিতেও ঢুকতে দেওয় না। এজন্য বাধ্য হয়ে আমরা মূল সড়কে উঠে পড়তে হয়। আমাদের সহযোগিতা করলে উপকৃত থাকতাম।

Header Ad

মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রোববার (২৪ নভেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।

দণ্ডিত মোস্তাফিজুর রহমান বাবু (২৬) ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাঘেরকান্দা এলাকার বাসিন্দা।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০১৯ সালের অক্টোবর মাসে নগরীর পাঁচলাইশ থানার মাদ্রাসাতুল মদিনায় হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন অভিযুক্ত বাবু। তিনি ওই মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন। এ ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীর বাবা আসামি বাবুর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ওই মাদ্রাসার দুই শিক্ষককেও অভিযুক্ত করেন ভিকটিম শিক্ষার্থীর বাবা।

পুলিশ মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২০ সালের ১১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আট জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় মাদ্রাসার দুই শিক্ষককে খালাস দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোস্তাফিজুর রহমান বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি বাবু আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Header Ad

বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ

ছবি: সংগৃহীত

সুখবরটা এসেছিল গত সেপ্টেম্বরেই। গেল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে নিয়েছে হোবার্ট হ্যারিকেন্স। তবে দলে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। তবে সুখবর মিলেছে রিশাদের। আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।

বিগ ব্যাশে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদ হোসেনের খেলা নিয়ে। মূলত জাতীয় দলের ব্যস্ত সূচি এবং বিপিএলের কারণে রিশাদের বিগ ব্যাশে খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে সেই শঙ্কা এখন আর নেই। ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই ক্রিকেটার।

বিগ ব্যাশ থেকে ফিরে ২৯ ডিসেম্বরই ফরচুন বরিশালে যোগ দেবেন রিশাদ। তবে এর আগে বিগ ব্যাশে দুটি ম্যাচ খেলার সুযোগ থাকছে রিশাদ হোসেনের সামনে। আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

বিগ ব্যাশে রিশাদের দলে রয়েছে বড় বড় তারকা ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা ম্যাথু ওয়েড ও টিম ডেভিড এই দুজনকে সতীর্থ হিসেবে পাচ্ছেন রিশাদ। এছাড়া অস্ট্রেলিয়া জাতীয় দলের নিয়মিত মুখ ন্যাথান এলিস ও বেন ম্যাকডারমটকেও তিনি পাবেন সতীর্থ হিসেবে।

বিগ ব্যাশে কোচ হিসেবে রিশাদ পাবেন জেফ ভনকে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্ব পালন করবেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং।

Header Ad

সর্বশেষ সংবাদ

মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা