গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে ভোগান্তিতে পঞ্চগড়ের মানুষ
সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই সঙ্গে হিমেল বাতাসে ভোগান্তিতে পড়েছে জেলার মানুষজন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জেলায় সকাল ৯ টা পর্যন্ত ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। জেলার উপর দিয়ে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে।
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমেল বাতাসের কারণে রাস্তা-ঘাট গুলো ফাঁকা হয়ে পড়েছে। সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষজন। সময়মত কাজে যোগ দিতে না পারায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রাসেল শাহ জানান, আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত এ ধরনের আবহাওয়া থাকতে পারে।
কেএফ/