দিনাজপুরে বজ্রসহ বৃষ্টি, জীবনযাত্রা ব্যাহত
কনকনে শীতের মাঝে শুক্রবার (৪ ফেব্রিয়ারি) ভোর থেকে দিনাজপুরে শুরু হয়েছে বজ্রসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সকাল ৯টা পর্যন্ত দিনাজপুরে দেশের সবোর্চ্চ ৩০.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়। দিন শেষে বেড়ে যেতে পারে পরিমাণ। তাপমাত্রা উঠেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে।
দিনাজপুরের আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত দেশের সবোর্চ্চ ৩০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। থেমে থেমে কোথাও মুষুল ধারে আবার কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরছে। দিন শেষে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। সঙ্গে বইছে দমকা বাতাস। একদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটি, অন্যদিকে বৃষ্টির কারণে খোলা হয়নি অধিকাংশ দোকানপাট ব্যবস্যা প্রতিষ্ঠান।
সেই সঙ্গে হালকা বাতাসের ঝাপটায় বাড়িয়ে দিয়েছে হাড়কাঁপানো শীতের তীব্রতা। এতে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তাঘাট প্রায় জনশূন্য। বৃষ্টিতে আলু, টমেটো ক্ষেতসহ বীজতলা নষ্টের আশংকা করছেন কৃষকরা। তবে অন্যদিকে আবারও শৈত্য প্রবাহের কবলে পড়তে পারে দিনাজপুরের অঞ্চল।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী হালকা বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়েছে। সঙ্গে বইছে দমকা বাতাস। যোগ হতে পারে কনকনে শীতের তীব্র্রতার মাত্রা।
টিটি/