নওগাঁয় শিং মাছের গলায় তাবিজ!
নওগাঁর আত্রাইয়ে বিক্রির জন্য নিয়ে আসা শিং মাছের গলায় তাবিজের সন্ধান পাওয়া গেছে। মাছের গলায় তাবিজ বাঁধা দেখতে জনসাধারণের মধ্যে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়। মাছগুলো দেখতে উৎসুক জনতা ভিড় করে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় আত্রাই রেলওয়ে স্টেশনের পূর্বদিকে আত্রাই মাছ বাজারের এক আড়তে এ মাছ নিয়ে আসেন জনৈক ব্যবসায়ী।
জানা যায়, প্রতিদিন এ বাজারে শত শত লোক বিক্রির জন্য মাছ নিয়ে আসেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ বাজারের চঞ্চল অ্যান্ড আপেল মৎস্য আড়তে বিক্রির জন্য শিং মাছ নিয়ে আসেন বাঁকা গ্রামের আবু তালেব। তিনি আত্রাই-পতিসর সড়কের খাদ থেকে এসব মাছ ধরেছেন বলে জানা গেছে।
মাছগুলো বিক্রির জন্য আত্রাই বাজারে নিয়ে এলে আড়তদাররা চারটি শিং মাছের গলায় তাবিজ চোখ পড়ে। মুহূর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা মাছগুলো দেখার জন্য সেখান ভিড় জমান।
মাছ বাজারের আড়তদার এনামুল হক চঞ্চল বলেন, 'আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা ওই মাছগুলো পৃথক করে রাখি। পরে স্থানীয় একজন আলেমকে ডেকে তার মাধ্যমে তাবিজ খুলে নিয়ে মাছগুলো নদীতে ছেড়ে দিয়েছি।’
এসআর/এমএসপি