সিলেটে ১৫০ কিলোমিটার রেলপথে ২১৭ অবৈধ ক্রসিং
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সিলেট বিভাগজুড়ে রেলপথের ওপর দিয়ে তৈরি হচ্ছে অসংখ্য অবৈধ লেভেল ক্রসিং। এসব ক্রসিংয়ের কারণে ক্রমাগত বাড়ছে মৃত্যুর ঝুঁকি।
জানা গেছে, আখাউড়া থেকে সিলেট রেলওয়ে স্টেশন হয়ে ছাতক পর্যন্ত মাত্র ১৫০ কিলোমিটারের মতো রেলপথে মোট লেভেল ক্রসিং ৩০২টি। যার ২১৭টিই ‘অবৈধ’ বা অনুমোদনহীন। কিন্তু এসব লেভেল ক্রসিং বন্ধে নেওয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ।
তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে দ্রুত এসব লেভেল ক্রসিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, সিলেট রেলপথ প্রকৌশলের একটি সূত্রে জানা যায়, আখাউড়া থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত সিলেট বিভাগের আওতায় রেলপথ প্রায় ১৫০ কিলোমিটার। এর মধ্যে মোট লেভেল ক্রসিং ৩০২টি। যার ৮৫টি অনুমোদিত ক্রসিংয়ে নিরাপত্তাকর্মী বা সিগন্যাল ম্যান থাকলেও বাকি ২১৭টি অবৈধ বা অনুমোদনহীন থাকায় সবগুলোই অনিরাপদ। এর মধ্যে সিলেট জেলায় বৈধ লেভেল ক্রসিং ১২টি, অবৈধ বা অনুমোদনবিহীন ৩১টি। সিলেট থেকে ছাতক পর্যন্ত বৈধ লেভেল ক্রসিং ১২টি আর অবৈধ ২৮টি।
অপরদিকে, মৌলভীবাজার জেলার আওতায় শ্রীমঙ্গল এলাকায় বৈধ মাত্র ২০টি আর অবৈধ ২৭টি, কুলাউড়া উপজেলার আওতায় বৈধ ২১টি আর অবৈধ ৬৮টি। একইভাবে হবিগঞ্জ জেলায় বৈধ মাত্র ২০টি আর অবৈধ ৬৩টি।
অনুমোদনহীন বা অবৈধ এসব লেভেল ক্রসিং স্থানীয় এলাকাবাসী নিজের প্রয়োজনে তৈরি করেছেন। কিন্তু রেলওয়ের নিয়ম অনুযায়ী রেলপথের ওপর দিয়ে কোনো পার্শ্বরাস্তা তৈরি করতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অন্তত ২০ বছরের জন্য ৩ জন মানুষের মজুরি জমা দিয়ে তার পর লেভেল ক্রসিং তৈরি করতে হয়। অথচ সিলেট বিভাগজুড়ে এসব লেভেল ক্রসিং তৈরিতে মানা হচ্ছে না কোনো নিয়ম।
এদিকে, সিলেট বিভাগের রেলপথ প্রকৌশলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মানুষ ইচ্ছেমতো তাদের প্রয়োজনে রেলপথের ওপর দিয়ে রাস্তা তৈরি করে। এতে দুর্ঘটনা বাড়লেও কোনোভাবেই লাগাম টানা সম্ভব হয় না। স্থানীয় প্রভাবশালীদের কারণে এসব লেভেল ক্রসিং বন্ধও করা যায় না। আমরা বন্ধ করে এলে পরে আবার আগের অবস্থায় ফিরে যায়। সে ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।’
এ ব্যাপারে রেলপথ বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ (ঢাকা) সিরাজ জিন্নাত বলেন, ‘আমরা এগুলো বন্ধে উদ্যোগ নিচ্ছি। কিন্তু এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, এলাকাবাসী সবাই সহযোগিতা করতে হবে। তা না হলে কোনো কাজে আসবে না। তবে দুর্ঘটনা বন্ধে সব অবৈধ ক্রসিং বন্ধ করা জরুরি বলে তিনি মত দেন।
এসইউ/এমএসপি