আনোয়ারায় খালে পড়ে শিশু নিখোঁজ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঝিওরী গ্রামে মোহাম্মদ শাহাদাৎ হোসেন তিহান (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। স্থানীয়দের ধারণা পাশের খালে পড়ে নিখোঁজ হয়েছে ওই শিশু। বৃহস্পতিবার সকাল থেকে তিহানের খোঁজে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তিহান তার বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয়।
তার বাবার নাম আব্দুর রশীদ। পশ্চিম বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র তিহান।
আকতার কামাল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বুধবার বিকাল ৩টার দিকে আমার বাড়ির উঠানে আমার ভাইপো সাঈদের সঙ্গে খেলতে আসে তিহান। সাঈদ ঘুমিয়ে থাকায় তিহান তার বাড়ির দিকে চলে যায়। আমার বাড়ি থেকে যেতে একটা বাশের সাঁকো পার হতে হয়। সম্ভবত সে সাঁকো থেকে খালে পড়েছে।’
এদিকে আজ সকাল থেকে আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল স্থানীয় ঝিওরী খালে তিহানের সন্ধানে অভিযান চালাচ্ছে। খালের প্রায় এক কিলোমিটার ডুবুরি দল খোঁজ চালালেও এখনো তার সন্ধান মেলেনি।
৬ নম্বর বারখাইন ইউনিয়নের মেম্বার একেএম সরওয়ার জাহান বলেন, তিহান নামে এক শিশু নিখোঁজের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। বুধবার সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত মাইকিং করার ব্যবস্থা করেন। স্থানীয় মানুষসহ তিনি খালের দুই পাড়ে তিহানকে খোঁজ করেন। তাকে পাওয়া না যাওয়ায় রাতেই খবর দেন ডুবুরি দলকে। সকালে ডুবুরি দল খালের প্রায় এক কিলোমিটার এলাকায় অনুসন্ধান চালান। এখনো তিহানের মরদেহের সন্ধান পায়নি ডুবুরি দল।
এসএন