বরগুনায় মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মামলা
বরগুনার বেতাগীতে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলা করেছেন ওই ছাত্রীর মা।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ওই ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান মামলাটি গ্রহন করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- বেতাগী উপজেলার দেশান্তরকাঠি গ্রামের রফিক সরদারের ছেলে মো. ফাহাদ (২১), ফাহাদের বাবা রফিক সরদার, বোন রাহিমা ও মা রুনু বেগম।
মামলা সূত্রে জানা যায়, বাদীর মেয়ে স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় দশম শ্রেণির ছাত্রী। মামলার আসামি ফাহাদ বিভিন্ন সময় বাদীর মেয়েকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে কু-প্রস্তাব দেন। বিষয়টি জেনে বাদী ফাহাদকে নিষেধ করেন। এতে ফাহাদ প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। পরে ২৯ জানুয়ারি বিকালে আসামি ফাহাদ অজ্ঞাতনামা আসামিদের সঙ্গে নিয়ে বাদীর মেয়েকে বাড়ির কাছে রাস্তায় একা পেয়ে জোর করে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যান। ঘটনার পর গত ৫ দিনেও উদ্ধার হয়নি ওই মাদ্রাসাছাত্রী।
বাদী বলেন, ‘ঘটনার পর মেয়েকে বিভিন্ন স্থানে খুঁজেছি। কোথাও না পেয়ে ফাহাদের বাবা, মা ও বোনকে বলেছি। তারা কোনো কর্ণপাত করেননি। আমার মেয়েকে ফাহাদ কোথাও আটকে রেখে ধর্ষণ করছে। আমার মেয়ে বেঁচে আছে কিনা তাও জানি না। ৩১ জানুয়ারি বেতাগী থানায় মামলা করতে গেলে থানা আমার মামলা নেয়নি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ‘এ ব্যাপারে কেউ মামলা করতেই আসেনি। মামলা করতে এলে অবশ্যই মামলা নিতাম।’ এদিকে, আসামি ফাহাদ পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এমএ/এমএসপি