যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৩০
যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৩০
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে আরও ১৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ শতাংশ। এ ছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন দুই জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন দুই জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন।
যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, জানুয়ারি মাসের শুরু থেকে যশোরে করোনা শনাক্তের হার প্রতিনিয়ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩২১ জনের নমুনা পরীক্ষা করে ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পিসিআর টেস্টে শনাক্ত হয়েছে ৮৫ জন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৫ জন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৩৮ জন। যশোর জেনারেল হাসপাতালে রেড জোনে ১৩ জন এবং ইয়োলো জোনে ২০ জন ভর্তি আছেন। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন।
তিনি আরও জানান, সাধারণ মানুষ সচেতন না হলে করোনার লাগাম টানা যাবে না। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
টিটি/