ভোটের মাঠে নেই স্বাস্থ্যবিধি
টাঙ্গাইলের গোপালপুরে ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। করোনার প্রকোপ বাড়লেও মানুষের নেই সচেতনতা। স্বাস্থ্যবিধি মানছেন না ভোটাররা।
সোমবার (৩১ জানুয়ারি) উপজেলায় ৫ ইউপিতে প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রয়োগ করছেন ভোটাররা। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সরেজমিনে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলআটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটার উপস্থিত ব্যাপক, রয়েছে দীর্ঘ লাইন।
তবে করোনা ও ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি হলেও ভোটের মাঠে নেই কোনো ধরনের স্বাস্থ্যবিধি। নেই মাস্কের ব্যবহার। গা ঘেঁষাঘেষি ও গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগের অপেক্ষা করছেন ভোটাররা। এদিকে স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ ও আনসার সদস্যরা হিমশিম খাচ্ছেন।
এ বিষয়ে উপজেলার বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. বেলায়েত হোসেন ঢাকাপ্রকাশকে বলেন, সকাল থেকেই ভোটারের উপস্থিতি অনেক। ভোটারদের বার বার স্বাস্থ্যবিধি মেনে দাঁড়াতে বললেও তারা মানছেন না।
এফএস/টিটি