ইভিএমে ৭২ মিনিটে মাত্র ১১ ভোট
৬ষ্ঠ ধাপে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সকাল ৯ টা ১২ মিনিটে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৮নং নারী বুথে ৭২ মিনিটে মাত্র ১১ ভোট পড়েছে। ভাদাইলা গ্রামে নারী ভোটাররা ওই বুথে ভোট দিচ্ছে। ওই কক্ষের অপর একটি বুথে ২১ টি ভোট দেখা যায়।
বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার কহিনুর নাসরিন বলেন, ভোটারদের বাড়ি দূরে থাকায় অনেকের দেরি হচ্ছে। ভোটও তাই কম ভোট পড়েছে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।
গোপালপুর উপজেলা অফিস সুত্রে জানা যায়, এ উপজেলায় ৫টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নগুলো হলো, মির্জাপুর, আলমনগর, হাদিরা, নগদাশিমলা এবং ধোপাকান্দি। পাঁচ ইউপির ৫০ টি কেন্দ্রে ভোট গ্রহন হচ্ছে।
নির্বাচনে ১৬ জন চেয়ারম্যান, ৫১ জন সংরক্ষিত মহিলা সদস্য, ১৫৫ জন সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১ লাখ ১৭ হাজার ৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
কেএফ/