ইউপি নির্বাচন
কুমিল্লায় ২৪ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগর ও মনোহরগঞ্জ উপজেলার ২৪টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এদিকে নির্বাচনকে ঘিরে প্রতিটি ইউনিয়নে ঘটেছিল আচরণবিধি লঙ্ঘন, হামলা-ভাংচুর ও মারধরের ঘটনা। এ নিয়ে ভোট গ্রহণের দিনেও উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে ভোটাররা।
জেলার ২৪ ইউনিয়নে ১৯৩টি ঝুকিপূর্ণ কেন্দ্রে রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আইন-শৃঙ্খলাবাহিনীর ছয় শহস্রাধিক সদস্য মাঠে নিয়োজিত আছেন। এ ছাড়াও মাঠে রয়েছে জেলা প্রশাসনের ৪৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কুমিল্লার দুই উপজেলার মধ্যে মুরাদনগর উপজেলায় ২২টির মধ্যে ২১টিতে এবং মনোহরগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়নের মধ্যে তিনটিতে ও একটিতে সংরক্ষিত সদস্যসহ চারটি পদে ভোট গ্রহণ হচ্ছে।
এ উপজেলার তিনটি ইউনিয়নের চারটি সদস্য পদ ছাড়া সবকটি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যপদে একক প্রার্থী হওয়ায় সবাই বিনাভোটে নির্বাচিত হয়েছেন।
বাকি বিপুলারসার ইউনিয়নে সংরক্ষিত সদস্যপদে তিনজন, সাধারণ সদস্য পদে নয় জন। মইসাতুয়া ইউনিয়নে ছয়জন সাধারণ সদস্যপদে ও ঝলম উত্তর ইউনিয়নের সাধারণ সদস্য পদে চারজন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মুরাদনগরে ২১টি ইউনিয়নে ১৯৮টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ৬৬১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ১৮৯ জন ও মহিলা ভোটার ১ লাখ ৮৯ হাজার ৪৭২ জন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুই উপজেলায় ১৯৩ টি ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে দুই উপজেলায় জেলা পুলিশের ১৮০০ সদস্য ও ৪ হাজার ২৯ জন আনসার সদস্য রয়েছে। এর পাশাপাশি র্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনী নিয়োজিত রয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে তিনি ভোটার ও প্রার্থীদের সহযোগিতা কামনা করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সহিংসতা মুক্ত নির্বাচন করাই আমাদের লক্ষ্য। কাউকে কোনোরকম বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। সব অবস্থায় আমরা সর্তক রয়েছি। দুই উপজেলায় নির্বাচনী মাঠে রয়েছে জেলা প্রশাসনের ৪৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়াও ১৮০০ পুলিশ সদস্য ও ৪ হাজার ২৯ জন আনসার সদস্য রয়েছে। এর পাশাপাশি র্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনী নিয়োজিত রয়েছেন।
টিটি/