টাঙ্গাইলে গলাকাটা শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে সদ্য ভূমিষ্ঠ এক শিশুর গলাকাটা মরদেহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) সকালে জেলার নাগরপুরে শিশু ও সখীপুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবারব পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান জানান, শনিবার (২৯ জানুয়ারি) রাতে এক যুবতী পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। রবিবার ভোরে ওই যুবতী বাথরুমে দীর্ঘক্ষণ সময় কাটান। বাথরুম থেকে বের হওয়ার পর ওই যুবতীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া শিশুটির গলাকাটা মরদেহটি ওই যুবতীর।
নাগরপুর থানার এসআই মনোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ড্রেন থেকে গলাকাটা এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
সখীপুর থানার এসআই মনির হোসেন জানান, রবিবার সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাসপাড়া এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এফএস/এসআইএইচ