শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুধ বিক্রেতার মৃত্যু
শেরপুরের নকলায় মাটিকাটা গাড়ির চাপায় শৈন্না মিয়া নামে এক ব্যক্তি এক দুধ নিহত হয়েছেন। রোববার (৩০ জানুয়ারী) সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর মোড়ে ঘটনা ঘটে।
নিহত শৈন্না মিয়া (৫০), জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের হুনুমানচরের হোসেন আলীর ছেলে। শৈন্না মিয়া পেশায় দুধ বিক্রেতা।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুধ নিয়ে চন্দ্রকোনা বাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল শৈন্না মিয়া। এসময় রেহারচর মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা মাটি কাটার গাড়িটি তাকে চাপা দেয়। এত তিনি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় পুলিশ মাটিকাটা গাড়ীর চালক সাজ্জাক আলী ও হেলপার কবির হোসেনকে আটক করেছে।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নাজমুস সাকিব বলেন, যখন তাকে হাসপাতালে আনা হয়, তখন তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে তিনি মারা যান।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। গাড়ি চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেএফ/