দেশব্যাপী দ্বিতীয় দফায় অবরোধের প্রথম দিনের আপডেট
ছবি : সংগৃহীত
বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো দ্বিতীয় দফায় অবরোধের ডাক দিয়েছে। রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার এ অবরোধ কর্মসূচি চলছে। এতে অধিকাংশ দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। সায়েদাবাদ টার্মিনালে দূরপাল্লার বেশিরভাগ বাস বন্ধ। তবে দু-একটি বাস চললেও যাত্রী মিলছে না। পরিবহন শ্রমিকরা বলছেন, সকাল থেকে হাতেগোনা দু-একটি বাস ছেড়েছে। তবে যাত্রীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনেও বগুড়ায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে অবরোধকারীদের। বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে তারা। দিনের শুরুতেই শহরের তেলিপুকুর তিনমাথা এলাকায় এ সংঘর্ষ বাধে। জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ অবরোধকারীদের সরাতে রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে। এছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে অবরোধকারীদের অনেকেই রাবার বুলেটের আঘাতে আহত হয়েছে বলে জানা গেছে।
একদফা দাবিতে চলমান অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সকাল থেকে পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। অবরোধের অংশ হিসেবে সকালে ইডেন মহিলা কলেজে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি প্রবেশ গেটে তালা লাগিয়েছেন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় প্রতিটি গেটে ‘দেশ রক্ষার অবরোধ সফল হোক’— এমন ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
সকালে ফার্মগেট ও কারওয়ানবাজার এলাকায় সড়ক অবরোধ করে মিছিল করে তেজগাঁও কলেজ ছাত্রদল।
বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিনে আজ রোববার সকাল থেকে সিলেটে বিক্ষিপ্ত পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ভরাউট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইটের টুকরা ফেলে অবরোধ করেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। আজ সকাল সোয়া ৯টা পর্যন্ত দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস সিলেট ছাড়েনি। নগরেও তুলনামূলকভাবে যান চলাচল কম। এর ফলে কর্মস্থলমুখী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
সকাল সাড়ে ৭টায় বনশ্রী এলাকায় সড়ক অবরোধ করে মিছিল করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা।
সরকার পতনের একদফা দাবিতে দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রোববার সকালে নিকুঞ্জ কুর্মিটোলা হাসপাতালের সামনে ( ঢাকা-গাজীপুর রোড) সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সরকার পতনের দাবিতে স্লোগান দিতে থাকেন।
গাজীপুরে বিএনপি'র ডাকা অবরোধ চলছে। এতে শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল সীমিত দেখা যায়। রোববার সকালে অবরোধ চলাকালে গাজীপুরে শ্রীপুরের সিএন্ডবি এলাকায় যুবদল নেতাকর্মীরা পিকেটিং করে। পরে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ভোরে নগরের মোগরখাল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে, ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহন তেমন একটা চলাচল না করলেও জেলার অভ্যন্তরীণ রুটের বাস সহ হালকা যানবাহন চলাচল করছে।
৪৮ ঘণ্টা অবরোধ সমর্থনে রাজধানীর বিভিন্ন স্পটে মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। রোববার সকালে রাজধানীর উত্তরার কেন্দ্র ঘোষিত কর্মসূচি সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে এবং গত ৩ দিনের অবরোধ চলাকালে সরকারের হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৪৮ ঘন্টার টানা অবরোধের সমর্থনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে উত্তরা থানা বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি গাউসুল আজম থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজমপুরে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
রাজধানীর মিরপুরে মিছিল, সড়ক অবরোধ করেছে ঢাকা মহানগর উত্তর মিরপুর অঞ্চলের জামায়াতের কর্মীরা। মিছিলটি মিরপুর স্টেডিয়ামের ২ নং গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সডক প্রদক্ষিণ করে প্রশিকা মোড়ে এসে অবরোধ করে। ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন মহানগর মজলিশে শূরার সদস্য মোহাম্মদ আবু নকিব অ্যাডভোকেট আব্দুল হামিদ, আব্দুর রাকিব, রিমন তমাল, ছাত্রনেতা আসাদুজ্জামান, তানভীর প্রমুখ।
জামায়াতের কর্মীরা মিরপুর-কাফরুল, মগবাজারে রেললাইন, মিরপুর পূরবী বাস স্টেশন, ভাটারায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের কর্মসূচি পালন করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ রবিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতাল শুরুর আগেই জেলার পতেঙ্গায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা প্রথম ধাপে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শেষ হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দ্বিতীয় ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। একই সঙ্গে বিএনপির শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীও দুই দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।
এদিকে অবরোধ শুরুর আগের রাতে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারাদেশে ১২টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।
এরমধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) ২টি, রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ) ১টি, বরিশাল (চরফ্যাশন) ১টি, রংপুর (পীরগঞ্জ) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।