নাটোরে জোড়া খুন: ৭ জনের জেল, খালাস ১
নাটোর সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের মৌ গ্রামে জোড়া খুনের মামলায় ১০ আসামির ৭ জনের প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দীর্ঘ প্রায় ২৮ বছর শুনানি শেষে সোমবার (২৪ জানুয়ারি) বিকালে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফ উদ্দিন। রায়ে ১ আসামিকে খালাস দেয়া হয়। অপর ২ আসামি মামলা চলাকালে মারা যান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল কুদ্দুস, মোসলেম উদ্দিন, দুলাল, আফসার আলী, শাহাদাত হোসেন, রেজাউল ইসলাম ও ওয়াদুদ। খালাসপ্রাপ্ত একজনের নাম আব্দুল জলিল। রায় ঘোষণার সময় ৮ জনই আদালতে উপস্থিত ছিলেন।
নাটোর কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১৯৯৪ সালের ২৭ জানুয়ারি মৌ গ্রামে শবে বরাতের রাতে সিন্নি বিতরণকে কেন্দ্র করে আক্কাস আলী এবং সিকিম প্রাংদের সঙ্গে কুদ্দুস আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আক্কাস ও সিকিমসহ বেশ কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই দুই জনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সিকিমের ছেলে আমির হামজা বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ প্রায় ২৮ বছর শুনানি শেষে ওই মামলার রায় ঘোষণা করেছেন আদালত।
এক প্রশ্নের জবাবে আমিনুর রহমান আরও জানান, দণ্ডপ্রাপ্তদের সবাইকে আর ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কেএম/এমএসপি