আওয়ামী লীগ বন্দুকের নলে বিশ্বাস করে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ বন্দুকের নলে বিশ্বাস করে না। আওয়ামী লীগ সেনাবাহিনীর তদবিরে কখনো ক্ষমতায় আসেনি, ভবিষ্যতেও আসবে না।
শনিবার (২৯ এপ্রিল) কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছরের শেষে কিংবা আগামী বছরের জানুয়ারির শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে। ষড়যন্ত্রে বিশ্বাস করে না, পেশিশক্তির ধার ধারে না। আওয়ামী লীগ বন্দুকের নলে বিশ্বাস করে না। কখনোই সেনাবাহিনীর তদবিরে ক্ষমতায় আসেনি, ভবিষ্যতেও আসবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে চলে। জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে। কিন্তু যারা মনে করে এই জনপ্রিয়তার ধারে কাছেও যেতে পারবে না, তারাই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছে। বলছে তাদের নিষেধাজ্ঞা দাও। আজকে এই ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। তারা সুনিশ্চিত হয়েছে নির্বাচনে গেলে তারা জয়লাভ করবে না। আমাদের কথা স্পষ্ট— দেশের একটা কনস্টিটিউশন আছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশের নাগরিক। দেশের আইন অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে।
বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বক্তার হোসেন বখতিয়ার, জেলা যুবলীগের সদস্য সোহেল সামাদ, ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন সরদারসহ অন্যান্য নেতারা।
আরএ/