জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ক্ষেতলাল পৌর শহরের মামিলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচজন যাত্রী নিয়ে ক্ষেতলালের উদ্দেশে রওনা দেন অটোরিকশাচালক আমজাদ হোসেন। মামিলাপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়া ক্ষেতলাল হাসপাতালে নেওয়ার পর দুইজন এবং জয়পুরহাট সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, নিহতদের সবাই অটোরিকশায় ছিলেন। এর মধ্যে চারজন যাত্রী এবং একজন সিএনজিচালিত অটোরিকশাটির চালক আমজাদ হোসেন। তবে বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষেতলালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বলেন, ট্রাকটির চালক পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএন