স্বামীকে তেলে ঝলসে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
ঢাকার সাভারে দাম্পত্য কলহের জেরে স্বামীকে গরম তেলে ঝলসে দেওয়ার পর ৯ দিন ঘরে আটকে রেখে চিকিৎসা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যক্তি (৩০)-কে রোববার উদ্ধার করে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঘটনার শিকার ব্যক্তির নাম আমিনুর ইসলাম (৩০)। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা থানার বারসা গ্রামের হাকিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত নারী তার স্ত্রী ফরিদা বেগম। তিনি রাজবাড়ী জেলার পাংশা থানার হরিনাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তারা দুজন সাভারের দুটি পৃথক পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হেমায়েতপুর ট্যানির পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার জানান, ঘটনা গত ১৯ নভেম্বরের। সেদিন দুপুরে দাম্পত্য কলহের জের ধরে ফরিদা তার স্বামীর শরীর ও মুখে গরম তেল ঢেলে দেন। সে অবস্থায় স্বামীকে ভাড়া বাসায় আটকে রেখে গত ৯ দিন ধরে গার্মেন্টেসে কাজে যাচ্ছিলেন ফরিদা। অসুস্থ আমিনুরকে দেখার মতো কেউ ছিল না।
রোববার আমিনুরের বোন সংবাদ পেয়ে গ্রামের বাড়ি থেকে হেমায়েতপুরে ভাইয়ের কাছে আসেন। তিনি বিষয়টি শিল্প পুলিশ এবং থানা পুলিশকে জানান। দুপুর দেড়টার দিকে ওই বাসা থেকে দগ্ধ, অসুস্থ আমিনুরকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এসআই সুজন শিকদার আরও জানান, রোববার দুপুরে অভিযুক্ত ফরিদাকে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকা থেকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
আমিনুর ইসলামের মা গ্রামের বাড়ি থেকে এসে লিখিত অভিযোগ করবেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সা/এএন