ফেনীতে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ২ লাখ শিশুকে
‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’এ স্লোগানকে সামনে রেখে আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত ফেনীতে ২ লাখ ৩৩ হাজার ৬৩৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭ হাজার ৬০০ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৩৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (৮ জুন) সকালে ফেনীর সিভিল সার্জন রফিকুস সালেহীন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা রেজাউর মনির রাব্বী, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা (এমও) তাহসিন নূর অমি।
সভায় স্বাস্থ্য কর্মকর্তা তাহসিন নূর অমি জানান, জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ১ হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্র থাকবে। এ জন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ২ হাজার ৭৪১ জন কর্মী নিয়োজিত থাকবেন।
এসআইএইচ