মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | ২৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সীতাকুণ্ডে বিস্ফোরণ: হাজার কোটি টাকার ক্ষতি, দায়ভার কার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাজার কোটি টাকার রপ্তানি পণ্যের দায় নেবে কে এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। রপ্তানিকারকরা ক্রেতাদের কাছে সময়মতো পণ্য পৌঁছাতে না পারলে ভবিষ্যতে অর্ডার হারানোর ঝুঁকি আছে।

পুড়ে যাওয়া পণ্য বিশেষ করে তৈরি পোশাকগুলো ডিপো থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজবোঝাই করা অবস্থায় ছিল। চলতি মাসেই এসব পণ্য বিদেশি ক্রেতাদের হাতে পৌঁছানোর কথা। কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডে সময়মতো পণ্য পৌঁছানো ভেস্তে গেছে। পাশাপাশি রপ্তানিকারকরা পড়েছেন বিপুল ক্ষতির মুখে। কনটেইনার ডিপো মালিকদের গাফিলতির কারণেই দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা পথে বসার উপক্রম হয়েছে এ অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। দাহ্য বিপজ্জনক পদার্থ নিয়ম মেনে রাখলে হয়তো এত বড় ক্ষতি হতো না বলে মনে করছেন তারা।

বিজিএমইএ'র প্রথম সহ সভাপতি এবং চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল সৈয়দ নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে এত বড় ক্ষতি হলো ব্যবসায়ীদের। যা পুষিয়ে উঠতে কষ্টকর হবে। তবে আমরা এই মুহূর্তে কাউকে দায়ী না করে দেশের ইমেজ সংকট হচ্ছে কিনা তা নিয়েই চিন্তিত। কারণ বিদেশি ক্রেতারা কীভাবে বিষয়টি দেখবেন তা নিয়েই ভাবছি। আমরা চাই দেশের ইমেজ ক্ষুন্ন না হোক।

ক্ষতি কী পরিমাণ হয়েছে এ প্রশ্নে তিনি বলেন, হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে নিঃসন্দেহে। তবে আমরা ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য ডাটা কালেকশন করছি। এরপর হয়তো বলা যাবে ক্ষতির পরিমাণ কত।

বিজিএমইএ’র সহ সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এই দায়ভার কারো না কারো ওপর পড়বে। তবে আমরা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারো ওপর দোষ দিতে চাচ্ছি না। আমরা এখন জোর দিচ্ছি ক্ষতি কীভাবে কাটিয়ে ওঠা যায়। কীভাবে বিদেশি ক্রেতাদের কাছে আবার পণ্য রপ্তানি করা যায়।

ব্যবসায়ীদের কী পরিমাণ ক্ষতি হলো এ প্রশ্নে তিনি বলেন, ক্ষতি অনেক হয়েছে। এক কথায় হাজার কোটি টাকার ক্ষতি হলো। সবচেয়ে বড় বিষয় যেসব প্রতিষ্ঠানে এসব রপ্তানি পণ্য তৈরি হয়েছে সেখানকার শ্রমিকদের বেতনের সাথে বোনাসও দিতে হবে। স্বাভাবিকভাবেই বিষয়টি পোশাকখাতের ব্যবসায়ীদের বিশেষ করে রপ্তানি পণ্য পুড়েছে এমন মালিকদের জন্য বিপর্যয়ের।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিকভাবে এক হাজার কোটি থেকে ১২শ’ কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন গার্মেন্টস মালিকরা। ক্ষতির বিষয়টি এখনো নিরুপণের পর্যায়ে আছে। গার্মেন্টস পণ্য ছাড়া বিএম কনটেইনারে রপ্তানিযোগ্য পণ্যবাহী আরও বিপুল কনটেইনার আছে। যেসব কনটেইনার ভর্তি মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুর পর্যন্ত কনটেইনারগুলোতে জ্বলেছে আগুন। কোনো কনটেইনার আর অক্ষত পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গার্মেন্টস মালিকরা। বিপুল পরিমাণ রপ্তানি পণ্যের পাশাপাশি বিভিন্ন কারখানার আমদানিকৃত বহু কাঁচামালও পুড়ে ছাই হয়ে গেছে। ডিপোতে থাকা পণ্যভর্তি দেড় হাজারেরও বেশি কনটেইনারের ৯৫ শতাংশই ধ্বংস হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুধু পণ্য নয় মূল্যবান এসব কনটেইনারগুলো আর কখনো পণ্য ভর্তি করার উপযোগী করা যাবে না এমনটি মনে করছেন ব্যবসায়ীরা।

বিএম কনটেইনার ডিপোর মালিক চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ স্মার্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। হল্যান্ডের সাথে যৌথ বিনিয়োগে ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটি ব্যবসা পরিচালনা করে আসছে। প্রায় ২৫ একর জায়গার ওপর গড়ে তোলা বেসরকারি এই কনটেইনার ডিপোর ধারণক্ষমতা ৭ হাজার কনটেইনার (প্রতিটির দৈর্ঘ্য ২০ ফুট)। এর মধ্যে শনিবার ও রবিবারের অগ্নিকাণ্ডের ঘটনার সময় এই ডিপোতে ৪ হাজার ৩শ’ কনটেইনার ছিল। এর মধ্যে প্রায় ৩ হাজার ছিল খালি কনটেইনার। ১ হাজার ৩শ’ টি কনটেইনার ছিল পণ্য ভর্তি।

সংশ্লিষ্টদের অনেকেই চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর অবকাঠামোসহ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, দ্রুততার সাথে গড়ে ওঠা এসব কনটেইনার ডিপোগুলোর অনেকগুলোতে কড়া তদারকি নেই। নিয়মিত মনিটরিং করা হয় না নিরাপত্তা ব্যবস্থা। এতে আমদানি ও রপ্তানি পণ্যগুলো ঝুঁকির মধ্যে থাকে।

চট্টগ্রাম বন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ২৫ বছর আগে বেসরকারি কনটেইনার ডিপোর কার্যক্রম শুরু হয়। এসব কনটেইনার ডিপো প্রাইভেট আইসিডি হিসেবে পরিচিত। উদ্দেশ্য ছিল চট্টগ্রাম বন্দর ইয়ার্ডের ওপর চাপ কমানোর পাশাপাশি রপ্তানি ও আমদানি পণ্যের হ্যান্ডেল আরও সহজ করা। বিভিন্ন কারখানায় উৎপাদিত রপ্তানি পণ্য ট্রাক এবং কাভার্ডভ্যানে বোঝাই করে এখানে আনা হয়। পরে এখানে কনটেইনারে বোঝাই করে জাহাজিকরণের মাধ্যমে রপ্তানি করা হয়। দেশের শতভাগ রপ্তানি পণ্য এই প্রক্রিয়ায় জাহাজিকরণ করা হয়।

তিনি আরও জানান, বিএম কনটেইনার ডিপোসহ চট্টগ্রামে ১৬টি বেসরকারি আইসিডি রয়েছে। এসব ডিপোতে শতভাগ রপ্তানি পণ্যের পাশাপাশি ৩৭ ধরনের আমদানি পণ্য বোঝাই কনটেইনার এনে খালাস করা হয়। এতে কনটেইনার ডিপোতে ট্রাক, কাভার্ডভ্যান, কনটেইনার মুভারের চলাচল থাকে সবসময়। বেসরকারি ডিপো ভিত্তিক বড় একটি শিল্পও গড়ে উঠেছে চট্টগ্রামে। এসব ডিপোতে শত শত কর্মী কাজ করেন। যারা পরোক্ষভাবে আমদানি-রপ্তানি কার্যক্রমের সাথে যুক্ত।

এসজি/

Header Ad
Header Ad

শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা  

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ আরো ৪২ জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত আরো দুই শ থেকে তিন শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) আদালতের আদেশে মামলাটি থানায় রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।

সুনামগঞ্জের পার্বতীপুরের আফতাব মিয়ার ছেলে লিটন মিয়া বাদি হয়ে গত ৬ মার্চ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটির আবেদন করেন। শুনানি শেষে গত ৯ মার্চ আদালত আবেদনটিকে মামলা হিসেবে রুজু করতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বাদির ভাই আহত মিজান গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় অবস্থান নেয়। এসময় আসামিরা মিজানসহ আন্দোলনে অংশগ্রহণকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি করলে মিজান বাম পায়ে গুলিবিদ্ধ হয়।

Header Ad
Header Ad

ট্রাম্পের কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন জেলেনস্কি

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে তর্ক-বিতর্কের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে উইটকফ জানান, জেলেনস্কি চিঠির মাধ্যমে ওভাল অফিসের পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পকে জেলেনস্কি চিঠি পাঠিয়েছেন এবং ওভাল অফিসের ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিনিধি দল, ইউক্রেন এবং ইউরোপীয়দের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।”

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রাম্পও কংগ্রেসে ইউনিয়ন অব দ্য নেশনসের ভাষণের সময় জেলেনস্কির চিঠি পাওয়ার কথা জানিয়েছেন। তবে চিঠিতে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করেননি তিনি।

যদিও স্টিভ উইটকফ ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে জেলেনস্কির চিঠিতে সঠিকভাবে কী লেখা আছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Header Ad
Header Ad

বেনাপোল পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

ছবিঃ ঢাকাপ্রকাশ

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় মো. মোজাম্মেল হোসেন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বিজিবি সদস্য আহত হয়ে যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলনা ২১ বিজিবির অধীনস্থ পুটখালী বিওপির মসজিদবাড়ি পোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকদ্রব্য আটকের গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলে বারোপোতা বাজারের উদ্দেশ্যে রওনা দেন হাবিলদার মো. দেলোয়ার হোসেন ও সিপাহী মো. মোজাম্মেল হোসেন। পথিমধ্যে মসজিদবাড়ি পোস্ট থেকে প্রায় ৮০০ গজ দূরে আহমদ ব্রিজ এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে শার্শা নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক সিপাহী মো. মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হাবিলদার মো. দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা  
ট্রাম্পের কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন জেলেনস্কি
বেনাপোল পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত
প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে কোচিং-প্রাইভেট নিষিদ্ধ  
হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষের হত্যার ঘটনায় গ্রেপ্তার ২    
দেশের ভালোর জন্য যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে: তারেক রহমান  
একটি বিশেষ দল সম্পর্কে সাংবাদিকরা লিখছে না : মির্জা আব্বাস  
যে কারণে এমএজি ওসমানীকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া যাচ্ছে না  
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নিজেই মাদকাসক্ত!
ভৈরবে মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ও কারাদণ্ড
সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
জরিপ অধিদপ্তরে নতুন ডিজি, ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে নতুন চেয়ারম্যান  
শ্রমিক অসন্তোষ মনিটরিংয়ে টোল ফ্রি হেল্পলাইন চালু ১৬৩৫৭
বেনাপোলে আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন
সমালোচনার মধ্যে জনদাবি উপেক্ষিত হওয়া উচিত নয়: তারেক রহমান
বগুড়া কারাগারে আ.লীগ নেতার মৃত্যু  
গোপালগঞ্জে দিনদুপুরে হাত–পা বেঁধে হত্যার পর ডাকাতি  
চুয়াডাঙ্গায় ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ, ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে : সম্প্রচার উপদেষ্টা  
মাদক মামলায় খালাস পেলেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা