শনিবার, ২৪ মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রী চিত্ত মার্ডি (৩৩) নামে এক কোল আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। চিত্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিলবৈলঠা গ্রামের শ্রী মহাদেব মার্ডির ছেলে।

সোমবার (১৬ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী রেলপথের বড়পুকুরিয়া সোনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন কৃষক শ্রী চিত্ত মার্ডি।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ ট্রেনে কাটাপড়ে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশের, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক আহমেদ জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরএ/

Header Ad
Header Ad

সরকারি অফিস-ব্যাংক খোলা আজ

ছবি: সংগৃহীত

গত শনিবারের ন্যায় আজ শনিবারও (২৪ মে) সাপ্তাহিক ছুটির দিনে সরকারি সব অফিস ও ব্যাংক খোলা রয়েছে। আজ ব্যাংকে স্বাভাবিক সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকরা। লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখা হয়েছে। সেই অনুযায়ী আজ শনিবারও অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।

আজ শনিবারও যথারীতি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিস। তবে গত শনিবার সরকারি অফিস ছিল অনেকটাই ঢিলেঢালা, উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।

উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর গত ৭ মে ঈদে নির্বাহী আদেশে দুদিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ‌এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আগে থেকেই এবার ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন মোট ছয় দিন নির্ধারণ করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে বাবা-মায়ের চোখের সামনে ট্রাকচাপায় শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের সখীপুরে বাবা-মায়ের সামনেই দ্রুতগামী ট্রাকের চাপায় প্রাণ গেল পাঁচ বছরের শিশু সোয়াদ আল সাফওয়ান-এর। শুক্রবার (২৩ মে) দুপুরে সখীপুর পৌর শহরের লাইফকেয়ার ক্লিনিকের সামনে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান উপজেলার গড়গোবিন্দপুর জামতলা এলাকার বাসিন্দা মাসুম শিকদার ও মিতু আক্তার দম্পতির একমাত্র সন্তান।

স্বজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু সাফওয়ানকে চিকিৎসকের কাছে দেখাতে নিয়ে যান তার মা-বাবা। ঢাকা-সখীপুর সড়কের পাশে অবস্থিত লাইফকেয়ার ক্লিনিকের সামনে অটোরিকশা থেকে নামার পর মিতু আক্তার একা সড়ক পার হয়ে ক্লিনিকের দিকে চলে যান।

অটোরিকশায় বসে থাকা শিশু সাফওয়ান তার বাবার কাছেই ছিল। বাবা মাসুম তখন ভাড়া মেটাচ্ছিলেন চালককে। এরই মাঝে সাফওয়ান হঠাৎ করে রিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার চেষ্টা করে। সে সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

শিশু সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাস্থলে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। স্থানীয়রা অবিলম্বে ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ পারাপারের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Header Ad
Header Ad

ড. ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি: সালাহউদ্দিন আহমেদ

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দলটি কখনোই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেনি। তবে তিনি নিজে থেকে দায়িত্ব ছেড়ে দিলে, রাষ্ট্র এবং জাতি অবশ্যই তার বিকল্প খুঁজে নেবে।

শুক্রবার (২৩ মে) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “ড. ইউনূস যদি নিজ সিদ্ধান্তে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। তবে বিএনপি তার পদত্যাগ চায় না। আমরা চাই, তিনি সম্মানজনকভাবে দায়িত্ব পালন করুন এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জাতিকে দিকনির্দেশনা দিন।”

তিনি আরও বলেন, “নির্বাচনের রোডম্যাপ না দিয়ে ‘সংস্কার’ নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। অথচ সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে পরিচালনা করা সম্ভব। দেড়-দুই মাসে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা সম্ভব। কিন্তু নির্বাচন আয়োজনে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই; বরং ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে।”

বিএনপি নেতা জানান, তারা ১৯ মে সোমবার থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও পাননি। তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরে থাকা আওয়ামী ঘরানার কিছু ব্যক্তি এবং উচ্চাভিলাষী কিছু উপদেষ্টা বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে দেখে চলেছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “এ রাষ্ট্র কোনো ব্যক্তিনির্ভর নয়। পৃথিবীতে কেউই অপরিহার্য নয়। যদি ড. ইউনূস দায়িত্ব পালনে অপারগ হন, তবে জাতি বিকল্প পথ বেছে নেবে।”

তিনি স্পষ্ট করে বলেন, “আমরা চাই, ড. ইউনূস থেকে যান, কারণ তার প্রতি এখনো আমাদের সম্মান ও আস্থা আছে। তবে সেই আস্থার প্রতিফলন ঘটাতে হলে তাকে অবশ্যই জাতিকে নির্বাচনের দিকনির্দেশনা দিতে হবে। সেটিই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র উপায়।”

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সরকারি অফিস-ব্যাংক খোলা আজ
টাঙ্গাইলে বাবা-মায়ের চোখের সামনে ট্রাকচাপায় শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু
ড. ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি: সালাহউদ্দিন আহমেদ
উপদেষ্টাদের পদত্যাগের দাবির দৃষ্টি ঘোরাতে প্রধান উপদেষ্টার পদত্যাগ ‘নাটক’: রাশেদ খান
এনসিপি অহেতুক বিবাদে জড়াচ্ছে, প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, সমঝোতা প্রয়োজন: এবি পার্টি
প্রধান উপদেষ্টার পদত্যাগ না করার বার্তা মুছে ফেললেন বিশেষ সহকারী
ফ্রান্স, ব্রিটেন ও কানাডা হামাসকে উৎসাহিত করছে: নেতানিয়াহু
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, খুঁটির ধাক্কায় উল্টে নিহত ২, আহত ১০
যুক্তরাষ্ট্রে তৈরি না হলে অ্যাপলকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে: ট্রাম্প
নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা
বিএনপি ক্ষমতায় গেলে জুলাইয়ের সব হতাহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে: রিজভী
শপথ কেবল ফরমালিটি, ঢাকাবাসীর পাশে থাকার ঘোষণা ইশরাক হোসেনের
চার দাবিতে বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ
কাশ্মীরে গুলিতে ফের ভারতীয় সেনা নিহত
আপত্তিকর অবস্থায় আটক রাবির সেই শিক্ষক ও ছাত্রীকে বহিষ্কার
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে নৃশংস ডাকাতি, মরদেহেও হামলা
৮ নায়িকার সঙ্গে ট্রাক ড্রাইভার মোশাররফ করিম
অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি, করে যাব: সেনাপ্রধান
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি: রিজওয়ানা হাসান