মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | ২৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

চট্টগ্রামেও উধাও ভোজ্যতেল, পাইকারদের আশা সংকট কাটবে সহসা

সারাদেশের মতো চট্টগ্রামেও সয়াবিন ও পাম তেলের দামের লাগাম টেনে ধরা যাচ্ছে না। দুই শ্রেণির তেলের দাম বেড়ে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে সরিষার তেলেও। চট্টগ্রামে ইতিমধ্যে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। আর বোতলজাত সরিষার তেলের দাম প্রতি লিটার ৩০০ টাকা ছাড়িয়েছে। দাম বাড়লেও ভোজ্যতেল মিলছে না এমন অভিযোগ ক্রেতা বিক্রেতা উভয়ের।

তারা বলছেন, বাড়তি দামে ভোজ্যতেল কিনতে গিয়ে এমনিতে নাভিশ্বাস অবস্থা। সীমিত পরিমাণে কিনে হলেও চাহিদা সামাল দেওয়া যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে বাজারে ভোজ্যতেলই মিলছে না। সারাদেশের মতো চট্টগ্রামে উধাও হয়ে গেছে। অথচ চট্টগ্রাম বন্দরে একের পর এক অয়েল ট্যাংকারে আসছে বিপুল অপরিশোধিত ভোজ্যতেল। এসব রিফাইনারিতে পরিশোধের পর বাজারে সরবরাহ পৌঁছতে অন্তত ১০ দিন লাগতে পারে। তবে আমদানি করা ভোজ্যতেল বাজারে পৌঁছার পর দাম কমবে কি না তার নিশ্চয়তা দিতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন, পরিস্থিতি কোন দিকে যায় তা বলা মুস্কিল। দাম বৃদ্ধি নিয়ে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের বক্তব্যও ভিন্ন।

রবিবার (৮ মে) বিকালে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগির আহমদ বলেন, ‘বিভিন্ন কারণে দাম বাড়ছে। আমি মনে করছি তিন কারণে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়ছে। এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ায় খরার কারণে সয়াবিন উৎপাদন বিঘ্নিত হওয়া, ইন্দোনেশিয়া থেকে পাম রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

তার মতে আন্তর্জান্তিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দামে প্রভাব পড়েছে। তেলের কিছু সংকট চললেও তা বেশিদিন থাকবে না। ব্যবসায়ীরা যেভাবেই হোক সয়াবিন পাম কিংবা সরিষার তেল সংগ্রহ করবেন। দাম বাড়তি দিতে হবে ঠিকই। কিন্তু বাজারে চলমান তেল সংকট বেশিদিন থাকবে না।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ১৪ নম্বর গ্যারেজ এলাকার বিসমিল্লাহ স্টোরের মালিক ইদরিস সওদাগর বলেন, শনিবার (৭ মে) রাত থেকে থেকে রবিবার (৮ মে) দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকার পাইকারদের দোকানে গিয়েছি সয়াবিন তেল খুজতে। কিন্তু কোথাও মিলছে না। আমার দোকানেও মজুত নেই। এখন চিন্তায় পড়েছি নিয়মিত ক্রেতাদের কিভাবে সয়াবিন তেলের জোগান দিতে পারি।

তিনি বলেন, ‘সয়াবিন তেলের দাম সরকার নির্ধারণ করেছে প্রতি লিটার বোতলজাত ১৯৮ টাকা। বাস্তবে বিক্রি হচ্ছে ২১০ টাকা থেকে ২১৫ টাকা। বাড়তি দাম দিয়ে হলেও কিনে ক্রেতা চাহিদা সামাল দিতে চায়। কিন্তু বাজারে না মিললে ক্রেতাদের কী বলব?’

তবে ক্রেতাদের অনেকে মনে করেন সরকার বাড়তি দাম নির্ধারণ করে দেওয়ায় ব্যবসায়ীরা বেশি দাম নিচ্ছেন। কিন্তু মজুতদারির কারণে বাড়তি দামেও ক্রেতারা সয়াবিন তেল কিনতে পারছে না। শনিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২ হাজার লিটারের বেশি সয়াবিন তেল জব্দ করা হয়। এরপর মজুতদারির বিষয়টি আবার আলোচনায় এসেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরীর সব কাঁচাবাজারের মুদি দোকানে ক্রেতাদের দৃষ্টি সয়াবিন তেলের দিকে। দাম নিয়ে সরব আলোচনা করছেন বিক্রেতা ক্রেতা উভয়েই। ক্রেতারা অভিযোগ করেছেন, ‘নগরীর খুচরা দোকানে বাড়তি দামে মিলছে না ৩ লিটার ও ৫ লিটারের বোতলজাত তেল। এ ছাড়া ১ ও ২ লিটার সয়াবিন তেল কিনতে হচ্ছে নতুন নির্ধারিত দামে। অথচ এসব তেলের গায়ে পুরনো দামই লেখা আছে। অর্থাৎ কোম্পানির নতুন তেল সরবরাহের আগেই খুচরা বাজারে ভোক্তাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। কম দামে কেনা সয়াবিন তেলেই বিক্রেতারা বিক্রি করছেন বাড়তি দামে। এসব বিষয় তদারকি করার কেউ নেই।

রবিবার (৮ মে) দুপুরে নগরীর চকবাজার কাঁচাবাজারে কথা হয় ক্রেতা নূর উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য। দাম বাড়তি দেয়ার কথা বলার পরও সয়াবিন তেল পায়নি অনেক দোকানে। শেষে বাজারে ভেতরে এক মুদি দোকানদান তিন লিটারের একটি বোতল দিতে রাজি হয়েছেন। বাড়তি দামের সঙ্গে বড় যন্ত্রনা হিসাবে যোগ হয়েছে চাহিদা অনুযায়ী তেল না পাওয়া।’

বহদ্দারহাট কাঁচাবাজারের ব্যবসায়ী ওমর ফারুক জানান, পাইকারদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ না পেলে ক্রেতাদের কাছে কোত্থেকে দেব। আগে পাইকাররা সরবরাহ বাড়াক। তারপর ক্রেতাদের চাহিদার সমান তেল দিতে পারব। দামের চেয়ে এখন সরবরাহ পরিস্থিতিই আমাদের ভাবিয়ে তুলেছে। ক্রেতাদের সঙ্গে আমাদেরও প্রশ্ন এত তেল গেল কই।

শনিবার (৩ মে) খাতুনগঞ্জে প্রতি মণ (৩৭ দশমিক ৩২ কেজি) পাম তেল বিক্রি হয়েছে ৬ হাজার ৩৫০ টাকায়। এ ছাড়া প্রতি মণ সয়াবিন তেল বিক্রি হয়েছে ৭ হাজার টাকায়। রবিবার (৮ মে) একই দাম স্থির ছিল।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়েছে লুকিয়ে ফেলা কিংবা সরিয়ে ফেলার কারণেই। সয়াবিনের মজুত যথেষ্ট ছিল। যা দিয়ে দাম বেশি নিলেও সরবরাহ স্বাভাবিকভাবেই পেত ক্রেতারা। এ ক্ষেত্রে প্রশাসনের তদারকির অভাব রয়েছে। যার কারণে ক্রেতারা বাজারে সয়াবিন তেল পাচ্ছে না।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার (৬ মে) বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা নির্ধারণ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকসার্স অ্যাসোসিয়েশন। এ ছাড়া ৫ লিটার বোতলজাত সয়াবিন ৯৮৫ টাকায় নির্ধারণ করে। অপরদিকে খোলা সয়াবিন তেল ১৪০ টাকা থেকে বেড়ে ১ লিটার ১৮০ টাকা ও পাম তেল ৪২ টাকা বেড়ে ১ লিটার বিক্রি হবে ১৭২ টাকায়। মূলত নতুন দাম নির্ধারণের পর থেকে সয়াবিন তেলের দামে নৈরাজ্য চলছে।

এমএমএ/

Header Ad
Header Ad

শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা  

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ আরো ৪২ জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত আরো দুই শ থেকে তিন শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) আদালতের আদেশে মামলাটি থানায় রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।

সুনামগঞ্জের পার্বতীপুরের আফতাব মিয়ার ছেলে লিটন মিয়া বাদি হয়ে গত ৬ মার্চ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটির আবেদন করেন। শুনানি শেষে গত ৯ মার্চ আদালত আবেদনটিকে মামলা হিসেবে রুজু করতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বাদির ভাই আহত মিজান গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় অবস্থান নেয়। এসময় আসামিরা মিজানসহ আন্দোলনে অংশগ্রহণকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি করলে মিজান বাম পায়ে গুলিবিদ্ধ হয়।

Header Ad
Header Ad

ট্রাম্পের কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন জেলেনস্কি

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে তর্ক-বিতর্কের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে উইটকফ জানান, জেলেনস্কি চিঠির মাধ্যমে ওভাল অফিসের পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পকে জেলেনস্কি চিঠি পাঠিয়েছেন এবং ওভাল অফিসের ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিনিধি দল, ইউক্রেন এবং ইউরোপীয়দের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।”

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রাম্পও কংগ্রেসে ইউনিয়ন অব দ্য নেশনসের ভাষণের সময় জেলেনস্কির চিঠি পাওয়ার কথা জানিয়েছেন। তবে চিঠিতে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করেননি তিনি।

যদিও স্টিভ উইটকফ ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে জেলেনস্কির চিঠিতে সঠিকভাবে কী লেখা আছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Header Ad
Header Ad

বেনাপোল পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

ছবিঃ ঢাকাপ্রকাশ

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় মো. মোজাম্মেল হোসেন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বিজিবি সদস্য আহত হয়ে যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলনা ২১ বিজিবির অধীনস্থ পুটখালী বিওপির মসজিদবাড়ি পোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকদ্রব্য আটকের গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলে বারোপোতা বাজারের উদ্দেশ্যে রওনা দেন হাবিলদার মো. দেলোয়ার হোসেন ও সিপাহী মো. মোজাম্মেল হোসেন। পথিমধ্যে মসজিদবাড়ি পোস্ট থেকে প্রায় ৮০০ গজ দূরে আহমদ ব্রিজ এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে শার্শা নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক সিপাহী মো. মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হাবিলদার মো. দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা  
ট্রাম্পের কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন জেলেনস্কি
বেনাপোল পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত
প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে কোচিং-প্রাইভেট নিষিদ্ধ  
হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষের হত্যার ঘটনায় গ্রেপ্তার ২    
দেশের ভালোর জন্য যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে: তারেক রহমান  
একটি বিশেষ দল সম্পর্কে সাংবাদিকরা লিখছে না : মির্জা আব্বাস  
যে কারণে এমএজি ওসমানীকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া যাচ্ছে না  
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নিজেই মাদকাসক্ত!
ভৈরবে মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ও কারাদণ্ড
সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
জরিপ অধিদপ্তরে নতুন ডিজি, ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে নতুন চেয়ারম্যান  
শ্রমিক অসন্তোষ মনিটরিংয়ে টোল ফ্রি হেল্পলাইন চালু ১৬৩৫৭
বেনাপোলে আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন
সমালোচনার মধ্যে জনদাবি উপেক্ষিত হওয়া উচিত নয়: তারেক রহমান
বগুড়া কারাগারে আ.লীগ নেতার মৃত্যু  
গোপালগঞ্জে দিনদুপুরে হাত–পা বেঁধে হত্যার পর ডাকাতি  
চুয়াডাঙ্গায় ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ, ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে : সম্প্রচার উপদেষ্টা  
মাদক মামলায় খালাস পেলেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা