উখিয়ায় অস্ত্রসহ আরসা নেতা আটক
পুলিশের পোশাক পরে সাংগঠনিক কার্যক্রম চালানোর সময় মিয়ানমারের বিতর্কিত সশস্ত্র গ্রুপ আরসা’র নেতা আবু সিদ্দিককে অস্ত্রসহ আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা। সোমবার (৪ এপ্রিল) রাত ১১টায় উখিয়ার বালুখালী বালুরমাট ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
আটক আবু সিদ্দিক আরসার উপ-গোষ্ঠি জুবায়ের গ্রুপের প্রধান ও বালুখালী ৪ নম্বর ক্যাম্পের বশীর আহমদের ছেলে।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে এ বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক।
তিনি জানান, আমর্ড পুলিশের পোশাক পরে রাতে আরসার সাংগঠনিক কার্যক্রম চালাতেন আবু ছিদ্দিক। পুলিশের পোশাক পরায় তাকে কেউ চিনতে পারত না বলে তার অপকর্ম চালিয়ে যাওয়া সহজ ছিল। পরে খবর পেয়ে সোমবার রাতে সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয় আবু ছিদ্দিক। এ সময় তার কাছ থেকে নিজ শেড হতে দেশিয় তৈরি এলজি ও এপিবিএন ইউনিফর্ম ও সেনাবাহিনীর জুতা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, মিয়ানমারে ২০১২ সালে সাম্প্রদায়িক সহিংসতার পর হারাকা আল-ইয়াকিন নামে যাত্রা শুরু করে এই বিদ্রোহী গ্রুপটি। পরে তারা আরসা নামে কাজ করে। সশস্ত্র এই গ্রুপটি মিয়ানমার সরকারের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করে। অনেকের মতে, মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আরসার যোগাযোগ রয়েছে।
এসআইএইচ