পাথরঘাটায় চালের পোকা মারার কীটনাশক খেয়ে যুবকের মৃত্যু
বরগুনার পাথরঘাটায় চালের পোকা মারার কীটনাশক ট্যাবলেট খেয়ে জাকারিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার উপ-পরিদর্শক মো. সহিদুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার সকালে পাথরঘাটা কেএম সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের ভেতরে এ ঘটনা ঘটে। জাকারিয়া পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে।
তিনি আরও জানান, জাকারিয়ার শ্বশুরবাড়ির পক্ষের বক্তব্য মতে, অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল তার। ওই মেয়ের সঙ্গে মনোমালিন্য হওয়ায় বিষ খান তিনি।
জাকারিয়ার পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য নিয়ে বিষ খেয়েছেন তিনি।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, পাথরঘাটা কেএম সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের ভেতরে বসে চালের পোকা মারা কীটনাশক ট্যাবলেট খান জাকারিয়া। কিছুক্ষণ পর তার বন্ধুদের মুঠোফোনে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তারা গিয়ে জাকারিয়াকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালেক মাহবুব জানান, চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পর জাকারিয়ার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহম্মেদ বলেন, মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এমএসপি