জনসাধারণকে বাঁধ রক্ষা করতে বললেন সুনামগঞ্জের ডিসি
শস্যভাণ্ডার সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ধান ঝুঁকির মধ্যে রয়েছে। একদিকে পাহাড়ি ঢল নেমে আসছে অন্য দিকে স্থানীয়ভাবে ঝির ঝির বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় জরুরি বিজ্ঞপ্তি জারি করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. জাহাঙ্গীর হোসেন।
সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় জারি করা ওই জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ জেলার প্রধান নদ-নদীসমূহের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ আগামী ২৪ ঘণ্টা সার্বক্ষণিক তদারকি করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।’
এ ছাড়া, জনসাধারণকে ধান আগাম কেটে ফেলার জন্য বলা হচ্ছে বলেও জানা গেছে। তবে মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, বোরো ধান কাটার মতো সময় এখনো আসেনি। বোরো ধান কাটার উপযোগী হতে আরও অন্তত ১০-১৫ দিন সময় লাগবে।
এপি/