বরিশালে সিএনজি থ্রি-হুইলার চালকদের মানববন্ধন
অবৈধ্য যান মামলা ও শ্রমিক হয়রানি মামলা বন্ধের দাবিতে বরিশাল জেলা এলপিজি, সিএনজি থ্রি-হুইলার চালক ও শ্রমিক ইউনিয়ন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
সোমবার (৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে নগরীর সদর রোডে অশ্বিনী কুমরার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বরিশাল জেলা এলপিজি, সিএনজি থ্রি-হুইলার চালক ও শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. হাসান জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও বাসদ সদস্য সচিব ডা: মনিষা চক্রবর্তী, সংগঠনের প্রধান উপদেষ্ঠা মো. কাওসার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো: আজিজুল ইসলাম (সোহান) প্রমুখ।
সমাবেশে জেলা পর্যায়ে সিএনজি গাড়ি চলাচল নিশ্চিত করা, হাইওয়ের উপরে লেন রোড এবং পাশে সার্ভিস রোড নির্মাণ করা, জরুরী রোগী পরিবহন ও গ্যাস রিফিল করার জন্য বিশেষ অনুমতি, জেলায় গাড়ী পার্কিং ব্যবস্থা করে দেওয়া এবং জেলায় চলাচলের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান বক্তারা।
সমাবেশ শেষে একটি মিছিল বের করে নগরীর প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক ও সিটি মেয়র বরাবর একটি স্মারক লিপি প্রদান করে এলপিজি, সিএনজি থ্রিহুইলার চালক ও শ্রমিক ইউনিয়ন।
কেএফ/