জাতীয় অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতা
আবারও প্রথম নেত্রকোনার নাসিম
জাতীয় অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতায় আবারও প্রথম স্থান অধিকার করেছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মজলিশপুরের মো. নাসিম।
তিনি বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতায় ১০০ মিটারে প্রথম ও ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেছেন।
দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সমস্ত বাধাকে জয় করে ধারাবাহিকতা বজায় রেখেছেন নাসিম। তিনি মোহাম্মাদ আলী সিদ্দিকী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
দ্রুততম মানব নাসিম জানান , যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ১ ও ২ এপ্রিল ঢাকার মিরপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জুনিয়র অ্যাথলেটিক্স ও সাঁতারের জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে অংশ নিয়ে ২টিতেই প্রথম স্থান অর্জন করেছেন নাসিম। গোল্ডেন মেডেল ও প্রাইজমানি দেওয়া হয়েছে নাসিমকে।
নাসিমের বাবা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা গ্রামের হাঁস-মুরগি বিক্রেতা মো. বাবুল ইসলাম বাদল বলেন, আমার দুই ছেলে তিন মেয়ের মধ্যে নাসিম মেজো। সে ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী। আর্থিক অসচ্ছলতা কারণে তাকে খেলাধুলার উপকরণ দিয়ে সহযোগিতা করতে পারি না। কিন্তু আমার ছেলে নাসিম অদম্য ইচ্ছা শক্তি নিয়ে ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে চলেছে।
নাসিমের মা জুবেদা আক্তার জানান, নাসিম একক প্রচেষ্টায় ২০১৭ সাল থেকে এ পর্যন্ত উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করে। নাসিম যেন বিশ্বসেরা অ্যাথলেট হতে পারে, দেশবাসীর কাছে তিনি দোয়া ও সহযোগিতা চান।
এর আগে গত বছর ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ শেখ রাসেল ৩৭তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় ১০০ মিটার এবং ২০০ মিটারেও প্রথম স্থান অর্জন করে দেশসেরা খেতাব, স্বর্ণের মেডেল ও সনদপত্র পেয়েছিল কেন্দুয়ার নাসিম।
এসএন