কুড়িগ্রামে আগাম ঝড়-বৃষ্টির তাণ্ডব: অর্ধশতাধিক ঘর-বাড়ি লণ্ডভণ্ড
কুড়িগ্রামের চিলমারীতে ঝড়ের তাণ্ডবে অন্তত ৫৫টি বাড়িঘর, একটি স্কুল অ্যান্ড কলেজ ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু জমির ভুট্টা ও বোরো আবাদ। গত চারদিনের টানা বৃষ্টিতে জেলাজুড়ে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, রবিবার ভোরে সেহরি শেষে ফজরের নামাজের পর হঠাৎ ঝড় ও বাতাসের আঘাতে ইউনিয়নের অন্তত ৬০টি পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ ও চর খেদাইমারী প্রাথমিক বিদ্যালয় ভবনও ক্ষতিগ্রস্ত হয়। তবে ঝড়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হানিফা জানান, ঝড়ে ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর জানান, চিলমারীর ঝড়ের বিষয়টি শুনেছি। ঝড়ের সঙ্গে জেলাজুড়ে বৃষ্টিপাতও হয়েছে।
রবিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রামসহ কিছু কিছু জেলায় অস্থায়ী দমকা, ঝড় হাওয়াসহ প্রবল বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
এমএসপি