সিলেট ছাত্রদলের ২ নেতার নিখোঁজের ১০ বছর
সিলেট ছাত্রদলের দুই নেতার নিখোঁজের ১০ বছর আজ। দীর্ঘ এক দশক পরও সু-খবর নেই স্বজনদের কাছে। তৎপরতা নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও। ফলে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়েই কাটছে নিখোঁজ দুই নেতার স্বজনদের প্রতিক্ষার প্রহর।
একটি মামলার অভিযোগে ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার এবং তার বন্ধু ছাত্রদল নেতা জুনেদ আহমদ। এরপর থেকেই নিখোঁজ হন তারা।
দিনারের কিশোর বয়সী ছেলে রাইয়ান আর মেয়ে মাইশা দীর্ঘ ১০ বছর বাবার আদর-স্নেহ বঞ্চিত। পরিবারের বড় সন্তানকে হারিয়ে শোকে পাথর দিনারের মা-বাবা। পরিবারের দাবি-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হলে তাদের অক্ষত অবস্থায় ফিরে পাওয়া সম্ভব।
উল্লেখ্য, সিলেট নগরীর উপশহরে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে খুন হন মাহমুদ হোসেন শওকত নামের এক ছাত্রদল নেতা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠে ইফতেখার আহমদ দিনারের বিরুদ্ধে। মামলার ভয়ে অন্তরালে চলে যান তিনি। সিলেট ছেড়ে পালিয়ে যান ঢাকায়। এরপর ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকার উত্তরা থেকে বন্ধুসহ নিখোঁজ হন দিনার।
এদিকে, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়িচালক আনসার আলীর সন্ধান কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে রবিবার (৩ এপ্রিল) এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এমএসপি