মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
রবিবার (৩ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হচ্ছেন- ইজিবাইক চালক মহম্মদপুর উপজেলার অউনাড়া গ্রামের আব্দুর সালামের পুত্র রাব্বি মিয়া (৩০)। অপর জন ইজিবাইকের যাত্রী একই উপজেলার ভাবনপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র জসিম মন্ডল (৩০)।
মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদ সর্দার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা থেকে মহম্মদপুরগামী একটি যাত্রীবাহী বাস মহম্মদপুরের কানুটিয়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় ইজিবাইকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দমকল বাহিনীর সদস্যরা গুরুতর আহত অবস্থায় ইজিবাইক চালক রাব্বি মিয়াসহ চারজনকে চিকিৎসার জন্য দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তবরত চিকিৎসক ইজিবাইক চালক রাব্বি মিয়া ও ইজিবাইকের এক যাত্রী জসিম মন্ডলকে মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক অমর প্রসাদ জানান, সড়ক দুর্ঘটনায় রাব্বি মিয়া ও জসিম মন্ডল ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টিটি/