ঈশ্বরগঞ্জে রমজানের ফ্রি হাট
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে পবিত্র রমজানের প্রথম দিনে ক্রয়সামর্থহীনদের জন্য মুক্তির বন্ধন ফাউন্ডেশনের জননন্দিত ফ্রি হাট কর্মসূচি শুরু হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ইউনিয়নে।
রবিবার (৩ এপ্রিল) সকালে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইরা এলপিজি ফিলিং স্টেশন প্রাঙ্গণে ফ্রি হাট শুরু হয়। সুসজ্জিত হাটে থরে থরে সাজানো টাটকা সবজি আলু, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, পিয়াজ, রসুন, কাঁচামরিচ, টাটকা মাছ, খেজুর ও মুড়ি এ সকল খাদ্যসামগ্রী বিনামূল্যে দেওয়া হচ্ছে।
ব্যাগভর্তি বাজার পেয়ে খুশি হতদরিদ্র মানুষ। সহিলাটি গ্রামের জনৈক আবুল কাসেম (৫৫) খাদ্যসামগ্রী পেয়ে আনন্দে চোখের পানি মুছতে মুছতে বলছিলেন, 'আমার জীবনে এত বাজার একলগে কোনদিন নিজের জন্য করতে পারি নাই! আল্লাহর রহমতে তারা মাগনা দিল, রোজার মাসে খাওন লইয়া, আর চিন্তা করুন লাগদ না!'
দিঘালিয়া গ্রামের আনু মিয়া (৫৩) বলেন, 'রোজার লাগি বাজার সদাই করতাম পারি নাই। কিন্তু আল্লায় এইবার দুই হাত ভইরা মিলায়া দিব চিন্তা করি নাই!' এমন আনন্দের অনুভূতি ঝড়ে পড়ছিল ৪ শতাধিক ক্রয়সামর্থহীন মানুষের মাঝে।
সংগঠনের সদস্যদের চাঁদা এবং দেশীয় দাতাদের অনুদানের মাধ্যমে সংগঠনের আর্থিক কার্যক্রম পরিচালিত হয়। করপোরেট দাতারা এগিয়ে এলে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো যেত বলে আশা প্রকাশ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
মাসব্যাপী এ ফ্রি হাটের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব এনামুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা হাফিজা জেসমিন, আঠারবাড়ি পুলিশফাঁড়ির পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান জুবের আলম কবির রুপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টিটি/