সেচের পানি না পেয়ে দুই কৃষকের আত্মহত্যা
নলকূপ অপারেটর সাখাওয়াত গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ীতে আলোচিত দুই কৃষকের আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর গভীর নলকূপ অপারেটর মো. সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে গোদাগাড়ী থানাধীন চব্বিশনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোদাগাড়ী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামি চব্বিশ নগর এলাকায় তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছে৷ এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই সাখাওয়াত পালাতক ছিল৷ তাকে ধরতে আমাদের তৎপরতা অব্যাহত ছিলে।
তিনি আরও বলেন, আসামিকে এখনও ওইভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে প্রাথমিকভাবে সে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদের পর ঘটনার বিষয়ে বিস্তারিত বলা যাবে।
উল্লেখ্য, গত ২৪ মার্চ সকালে গোদাগাড়ীর ঈশ্বরীপুর এলাকায় ধানের জমিতে সেচের পানি না পেয়ে অভিনাথ মার্ডি (৩০) ও তার চাচাতো ভাই রবি মার্ডি (৩২) বিষপান করে বলে অভিযোগ করে পরিবার। ওই দিনই অভিনাথ মার্ডির মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ রাতে রবি মার্ডিও মারা যায়। এ ঘটনায় নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে আসামি করে গোদাগাড়ি থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করে মৃত অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা হেমরম। এ ঘটনার পর থেকেই আসামি সাখাওয়াত হোসেন পালাতক ছিলেন।
টিটি/