পীরগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরের পীরগঞ্জ উপজেলার ৩ নম্বর বড়দরগাহ ইউনিয়নের রংপুর-ঢাকা মহাসড়ক থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-১৩ এর একটি দল।
আজ শনিবার ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, শাহীন, ঠাকুরগাঁও সদরের মুসলিম নগরের ইনসান আলীর ছেলে। কাওসার আহমেদ, ঠাকুরগাঁওয়ের রানী শংকৈল উপজেলার ভরনিয়া বাজার এলাকার গোলাম রব্বানীর ছেলে।
র্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, মেসার্স পীরগঞ্জ ফিলিং স্টেশন এর সামনে মহাসড়কে ওই দুইব্যক্তি ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সকাল সোয়া ১১ টার দিকে র্যাবের একটি দল ওই স্থানে আভিযান চালিয়ে শাহীন ও কাওসার আহম্মেদকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন মাদক ব্যবসায়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এর সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
কেএফ/