শেরপুরে বিপন্ন প্রজাতির বাঘডাশ উদ্ধার
শেরপুরের নকলায় বিপন্নপ্রায় একটি বড় বাঘডাশ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২ এপ্রিল) বিকালে উপজেলার দক্ষিণ নকলা গ্রাম থেকে জেলা বন্যপ্রাণী ব্যস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন বাঘডাশটি উদ্ধার করে।
জানা যায়, শনিবার মাঝরাতে খাবারের সন্ধানে উপজেলার দক্ষিণ নকলা গ্রামের মৃত সুরুজ্জামানের ছেলে ফিরুজ মিয়ার বাড়িতে প্রবেশ করে ওই বাঘডাশটি। টের পেয়ে এলাকাবাসীর সহায়তায় সেটিকে আটক করে শিকলবন্দী করে গাছের সাথে বেঁধে রাখা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকলবন্দী বাঘডাশটির ছবি ছড়িয়ে পড়লে সাংবাদিকদের নজরে আসে। সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে প্রশাসনসহ বন্যপ্রাণী ব্যস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বিষয়টি জানতে পারে। পরে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মুঞ্জুরুল আলম জেলা বন্যপ্রাণী ব্যস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজনকে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে বিলুপ্তপ্রায় প্রাণিটিকে তাদের হেফাজতে নেয়।
বন বিভাগের কর্মকর্তা মো. মুঞ্জুরুল আলম জানান, তারা বিষয়টি জেনে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে বন্যপ্রাণীটি উদ্ধার করেন। উদ্ধারকৃত প্রাণীটির নাম বড় বাঘডাশ।
তিনি বলেন, এরা খাদ্যশৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ এবং ফসলের ক্ষতিকারক পোকা-মাকড় ও ছোট ছোট প্রাণী খেয়ে জীবন ধারণ করে। এ ছাড়া প্রাণীটি মানুষের তেমন কোনো ক্ষতি করে না বলেও তিনি জানান।
২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত বলে জানান রেঞ্জ কর্মকর্তা।
নকলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মুহাম্মদ ইসহাক আলী জানান, উদ্ধারকৃত বিপন্নপ্রায় এই প্রাণীটিকে ইংরেজিতে Large Indian Civet বলা হয়। যার বৈজ্ঞানিক নাম Viverra zibetha বিপন্নপ্রায় এ বন্যপ্রাণীটির বসবাস গভীর জঙ্গলে। তবে বন-জঙ্গল কমে যাওয়ায় তাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে। তাই খাদ্যের সন্ধানে এটি লোকালয়ে এসেছে বলে তিনি মনে করছেন।
পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন বিপন্নপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণে নজর রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এমএসপি