নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফেনীতে ক্যাব এর মানববন্ধন
নিত্যপন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফেনী জেলা কমিটি। শনিবার (০২ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কনজ্যুমার এসোসিয়েন অব বাংলাদেশ (ক্যাব) ফেনী জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব ফেনী জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি এডভোকেট সমির কর, চ্যানেল আই জেলা প্রতিনিধি রবিউল হক রবি, ভাষানী স্মৃতি সংসদ ফেনীর সভাপতি মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ, এডাব ফেনীর সভাপতি কাজী সালাউদ্দিন নোমান, ফেনী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সৈয়দ মনির, যুব ক্যাব ফেনীর সাংগঠনিক সম্পাদক আহমেদুল হক খোকন, ফেনী জেলা অন্ধ কল্যান সমিতির সভাপতি মোহাম্মদ সবুজ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বলছে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, তাই নিত্যপণ্যের দাম বেড়েছে। কিন্তু সাধারণ মানুষের আয় বাড়েনি। শুধু সরকারি কর্মকর্তাদের বছর বছর বেতন বাড়ছে। বক্তারা আরও বলেন, ক্রয়ক্ষমতা কার বেড়েছে-এমপিদের, মন্ত্রীদের, লুটেরাদদের, মুনাফাখোরদের নাকি মজুতদারদের। আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু বাড়েনি।
কেএফ/