ওরা ৩ জন ‘রকেট হ্যাকার’
রকেট একাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।
শুক্রবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আনোয়ার হোসেন, আশিক মণ্ডল ও রায়হান উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রবিন আহমেদ নামের এক ব্যক্তির রকেট একাউন্ট হ্যাক করে ৩৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল একটি প্রতারকচক্র। সেই চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তারের উদ্দেশে মাঠে নামে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে গত ৩১ মার্চ রাতভর অভিযান চালিয়ে অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম ইউনিটের একটি দল।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি মোবাইল ফোন, ২২টি মোবাইলের সিম কার্ড, একটি নেট সংযোগ অত্যাধুনিক ডিভাইস ও ১১ হাজার ৫৫০ টাকা জব্দ করেন অভিযান পরিচালনাকারী দল।
এমএসপি