অসহায়-দরিদ্রদের 'রমজান ফুড প্যাকেজ’ দিলেন তারা
প্রতিবারের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়-দরিদ্র পরিবারের মাঝে 'রমজান ফুড প্যাকেজ উপহার' বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে টাঙ্গাইলের ভূঞাপুরের 'মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশন' নামে স্থানীয় একটি সেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ও শুক্রবার (১ এপ্রিল) উপজেলার বাগবাড়ী, জোনারপাড়া, জিগাতলা, ফলদা, আগতেরিল্যা ও পাঁচতেরিল্ল্যা গ্রামসহ আশেপাশের কয়েকটি এলাকায় সুবিধাবঞ্চিত অসহায়-দরিদ্র মানুষের বাড়ি গিয়ে গিয়ে এ রমজান ফুড প্যাকেজ পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা।
ফুড প্যাকেজের উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- দেড় কেজি মুড়ি, ১ কেজি ছোলা, আধা কেজি আলু, আধা কেজি, কেজি পেঁয়াজ, আধা লিটার, লিটার সয়াবিন তেল, ৪০০ গ্রাম খেজুর, আধা কেজি চিনি ও ১ প্যাকেট খাবার স্যালাইন।
রমজান ফুড প্যাকেজ বিতরণকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইমুর রাহাত রায়হান, প্রতিষ্ঠাতা সদস্য রিফাত হোসেন পাপ্পু, সাইফুল মণ্ডল, সুমন আহমেদ, সাজ্জাদ হোসেন রকিব মুন্সি, জাহিদুল ভুঁইয়া, রবিউল ইসলাম, নাজমুল ও অজিত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইমুর রাহাত রায়হান ঢাকাপ্রকাশ-কে বলেন, 'বিগত তিন বছর ধরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। প্রতি রমজানের আগেই আমরা ‘রমজান ফুড প্যাকেজ’ বিতরণ করে থাকি। গতবার ২৫টি পরিবারকে দিয়েছিলাম। এবার ৩৭টি পরিবারকে দিতে পেরেছি।’
এমএসপি