কুষ্টিয়ায় পুকুর খননে মিলল বিষ্ণু মূর্তি
কুষ্টিয়ার মিরপুরে পুকুর খনন করতে গিয়ে একটি প্রাচীন বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে মিরপুর থানায় নিয়ে যায়।
শুক্রবার (১ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা মজন্দপাড়ায় তাহের কমান্ডা নামে এক ব্যক্তির পুকুর খনন করার সময় মূর্তিটি পাওয়া যায়।
জানা গেছে, স্কেবেটর মেশিন দিয়ে পুকুর খননের মাটি কাটার সময় মাটির সঙ্গে স্কেবেটরের কাটারের মধ্যে পাথরের একটি মূর্তি উঠে আসে। মূর্তিটি দেখতে পেয়ে স্কেবেটর চালক আশপাশের লোকজনকে মূর্তি উদ্ধারের বিষয়টি জানান। পরে স্থানীয় লোকজন মাটির ভেতর থেকে পাথরের একটি মূর্তি উদ্ধার করেন। পরে তারা মাজিহাট পুলিশ ক্যাম্পে খবর দেন, মাজিহাট ক্যাম্পের পুলিশ খবর পেয়ে এসে মিরপুর থানা পুলিশের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করে মিরপুর থানায় নিয়ে যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ সদস্যদের পাঠিয়ে পাথরের মূর্তিটি থানায় নিয়ে আসা হয়েছে। মূর্তিটি সম্পর্কে জানার জন্য প্রত্নতত্ত্ববিদদের জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা করে দেখবেন এটা কিসের মূর্তি।
আরএ/