ভাতা-কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন
প্রতিবন্ধী ভাতা এবং সরকারি-বেসরকারি ও কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করেছে সৈয়দপুর বধির কল্যাণ সংস্থা।
শুক্রবার (১ এপ্রিল) বেলা ১১টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এর আয়োজন করা হয়। উপজেলা শ্রবণ ও বাকপ্রতিবন্ধী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বধির সংঘের সভাপতি ওয়াদুদ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবন্ধী মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। করোনাকালীন দুর্যোগ তাদের আরও বেশি অসহায় করে তুলেছে। সরকারের সামাজিক নিরাপত্তা কৌশলপত্রে ২০০০ সালের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তির ভাতা দেড় হাজার টাকায় উন্নীত হওয়ার কথা থাকলেও তা মাত্র ৭৫০ টাকায় আটকে আছে। এ ছাড়া আজও সরকারি কর্মসংস্থানে অন্তর্ভুক্ত হওয়ার বিশেষ নীতিমালা আজও প্রণয়ন করা হয়নি।
মানববন্ধনে ছিলেন, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (B-scan) কেন্দ্রীয় কমিটির সদস্য সনজিত কুমার মাঝি, সংস্থার উপদেষ্টা মো. দুলাল হোসেন, শ্রবণ ও বাক প্রতিবন্ধী সংস্থার কোষাধ্যক্ষ সফিকুল হক বাবুসহ আরও অনেকে।
এসএন